sharif k s a Riyadh আমরা অভিভূত! - TopicsExpress



          

sharif k s a Riyadh আমরা অভিভূত! মানুষ এতো হাসি খুশি হয় কি করে? এতো ভিড়, যানজট আর হয়রানি মেনে নিয়ে উৎসব উদযাপনে মানুষ গ্রামে ফিরতে এতো উদগ্রীব আগে কখনো দেখিনি! -এভাবেই বিস্ময় প্রকাশ করলেন চীন থেকে বাংলাদেশ ভ্রমণে আসা একটি পরিবার। ঈদের আগের দিন সন্ধ্যায় সদরঘাটের দৃশ্য দেখে বাংলানিউজের কাছে এমন মন্তব্য করেন তারা। তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন একই পরিবারের ২৩ জন চীনা নাগরিক। সদরঘাটের লঞ্চ টার্মিনালে ঈদের আগের দিন সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে কথা হয় চীনের কোয়াতুনের কোনজভ সিটি থেকে আসা পরিবারটির সঙ্গে। এ সময় তারা বাংলাদেশে আসার অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের চোখে পড়া বাংলাদেশের বিভিন্ন দৃশ্যের বর্ণনা তুলে ধরেন বাংলানিউজের কাছে। প্রতিনিধি দলের পক্ষে বাংলানিউজের সঙ্গে কথা বলেন হুয়ে চুয়া চিং। তিনি প্রথম কথাতেই বলেন, “উৎসব উদযাপনে বাংলাদেশের মানুষের আগ্রহ ও তার বহিঃপ্রকাশ দেখে আমরা অভিভূত। মানুষ এতো হাসি খুশি হয় কী করে!” হুয়ে চুয়া চিং জানান, চীনেও বিভিন্ন উৎসব পালন করা হয়। এরমধ্যে বসন্ত উৎসব সব থেকে বড় বড় উৎসব। এ সময় রাজধানী বেইজিং থেকে প্রায় সবাই গ্রামে চলে যায় উৎসব পালন করতে। উৎসব শেষে আবার শহরে ফিরে আসে সবাই। তবে বাংলাদেশে এসে দেখছি উৎসব উদযাপনে গ্রামে ফিরতে এখানকার মানুষের আগ্রহ অনেক বেশি। রাস্তায় প্রচণ্ড ভিড়ের সঙ্গে নদীপথেও মানুষের ভিড় অনেক বেশি। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। এ জন্য বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও বিভিন্ন দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্য নিয়ে এসেছি। তিনদিনের সফরে রাজধানী ঢাকা ও গাজীপুর ঘুরে দেখবো। ইতিমধ্যে ঢাকার আহসান মঞ্জিল, লালবাগ কেল্লাসহ কয়েকটি স্থান ঘুরে দেখেছি। এ স্থানগুলো খুবই সুন্দর। তবে সব থেকে বেশি ভালো লেগেছে মানুষের আগ্রহ, উদ্দীপনা আর হাসি খুশি মুখ দেখে।” বাংলাদেশ ভ্রমণের জন্য ঈদের সময় বেছে নেয়ার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, আমরা জানতাম না এখন বাংলাদেশের বড় উৎসব ঈদের সময়। বাংলাদেশে এসেছি একটি ট্যুর এজেন্টের মাধ্যমে। তারা আমাদেরকে এ বিষয়ে কিছু জানায়নি। তবে এ সময় বাংলাদেশে এসে ঈদ নিয়ে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখে আমরা ভীষণ খুশি। এ দৃশ্য কখনো ভুলবো না। বাংলাদেশের সব মানুষের জন্য আমাদের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক।
Posted on: Sat, 10 Aug 2013 12:19:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015