trolled by bangladesh railway :/ ৮ টা ৩২ এ - TopicsExpress



          

trolled by bangladesh railway :/ ৮ টা ৩২ এ স্টেশনে ঢুইকা দেখি সাড়ে আটটার ট্রেন ছেড়ে চলে গেলো, উঠতে পারলাম না। এ্যাসিস্টেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের রুমে ঢুইকা দেখি তার নিজের ঘড়িতেই ৮ টা ২৭ বাজে। রেলের তেল বেঁইচা কোন স্টাফ ১ কোটি টাকা দিয়ে বাড়ি কিনছে সেই গল্প শোনার পর পরের ট্রেনে ঈশ্বরদী রওয়না দিলাম। মিশন সিরাজগঞ্জ যাওয়া। সকাল সকাল ৩০০ টাকার মারা খাইলাম। এদিকে, রাতে ঘুমায়া গেছি, ট্যাবে + ফোনে কোন এক বিচিত্র কারনে চার্জ হয় নাই। happy holiday :/
Posted on: Wed, 23 Jul 2014 03:44:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015