অকারণ কষ্ট: অনেক ব্যর্থ - TopicsExpress



          

অকারণ কষ্ট: অনেক ব্যর্থ চাওয়ার এক বিশাল List- কবিতার শুরুটা কেমন Depressin করে তোলে,, নির্ঘুম রাতের প্রচন্ড মাথা ব্যাথা ফেলে সময়ের সংক্ষিপ্ততায়, দৌঁড়াতে হয় কাজ নিয়ে, হাঁফিয়ে ওঠা দীর্ঘ নিঃশ্বাস বলে সোনালি স্বপ্নের দিন শেষ, বাস্তবতা আজকে নতুন ভালোবাসা,, প্রিয়জনের কাছে আসার তীব্র চেষ্টা হয়ে পড়ে , প্রযুক্তির এক Practical Joke, Passion শেষ হয় Pain এ এসে,, চোখ বন্ধ করলেই ভাসে ফেলে আসা ভালো দিনের কথা, আর ফেলে আসা স্বপ্ন গুলোর আজকের অবাস্তবতা,, এতো বড় Depressing কবিতার শেষেও একটা আনন্দের সুর-চমত্‍কার একটা পৃথিবী, অনেক পাওয়া, সত্যিকারের কাছের মানুষ গুলো-আর তুমি ।
Posted on: Tue, 27 Jan 2015 10:58:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015