অতিরিক্ত সময়ের গোল গুলো - TopicsExpress



          

অতিরিক্ত সময়ের গোল গুলো কীভাবে যেন অসাধারণ হয়ে যায়। গত বিশ্বকাপের ইনিয়েস্তার সেই গোলটার কথা মনে আছে? গোলটা ম্যাচে সরাসরি দেখার পর ও বেশ কয়েকবার এ দেখেছিলাম। আজ Mario Gotze এর গোলটাও সেই একি ধাঁচের । বিশ্বকাপ জয়ের গোলটা যদি এরকম অসাধারণ না হয় তাহলে হয় নাকি ? দেখার মত একটা গোল হল। গোলটা দেখেই উল্লাসে ফেটে পড়েছিলাম। কিন্তু আমার তো উল্লাস করার কথা না ! এই জার্মানি ই তো ব্রাজিল কে সেমিফাইনালে ধুয়ে দিল। কিন্তু জার্মান কিছু প্লেয়ার আমার খুব পছন্দের, তাদের পাওয়ার ফুটবল আমার ভালো লাগে... এজন্য তারা গোল দিয়েছে বলে আমি উল্লাস করি নি। বরং ব্রাজিল হারার পর যেসব আকাশী-নীল জার্সির সমর্থক অহেতুক গলাবাজি করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে (কিছু আবাল মার্কা পোস্ট , ম্যাচ শুরুর আগেই ম্যাচের প্রেডিকশন করে ফেলেছে যে আরজেন্টিনা INFINITY – 00 GERMANY গোলে জিতেছে), ঘরে-বাইরে “সেভেন আপ... সেভেন আপ” বলে চিৎকার করে যারা কানের পোকা নড়িয়ে দিচ্ছিল তাদের আমসি হয়ে যাওয়া মুখের কথা কল্পনা করে উল্লাসে ফেটে পড়েছিলাম। যদিও বিশ্বকাপে এবার ব্রাজিল ভালো কিছু না করতে পারায় খারাপ লাগছে কিন্তু অবশেষে যোগ্য দলের হাতে কাপ উঠায় অনেক খুশি। কারণ যদি আরজেন্টিনা কাপ টা নিতো তাহলে সেটাকে “বাদরের গলায় মুক্তার মালা” বলেই মনে হত ! পুরো আর্জেন্টিনা দলকে এই পর্যন্ত টেনে এনেছে একজন মাত্র প্লেয়ার,Lionel Messi । আর বাকি এক-দুই জনের হঠাৎ হঠাৎ “accidentally” কিছু সেভ অথবা গোল। তো এই দল যদি মাত্র একজন প্লেয়ার এর জন্য নিজেদের কে শিরোপার দাবীদার বলে দাবী করে তাহলে জার্মান বিগ্রেড কি বলবে ভাবার বিষয় যাদের প্রত্যেকটা খেলোয়াড় পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেছে। So HEARTIEST CONGRATULATIONS GERMAN FOOTBALL TEAM for their 4th Championship !!!! আর্জেন্টাইন সমর্থকদের চোখের পানি আর বুকের ব্যাথা কিছুটা হলেও অনুভব করতে পারছি। কিন্তু তাদের এই ভেবে স্বান্তনা পাওয়া উচিত যে টুর্নামেন্ট শুরুর আগে তাদের অবস্থা আর টুর্নামেন্ট শেষের পর তাদের অবস্থা। শুধু মাত্র একজন প্লেয়ার এর উপর ডিপেন্ড করে যে এতদূর আসতে পেরেছে এইজন্য শোকর করা উচিত। সেমিফাইনালে যখন আর্জেন্টিনা জিতেছিল, আমার এক আর্জেন্টিনা সমর্থক বন্ধু কে বলেছিলাম যে যোগ্য দল ফাইনালে যায় নি। তো সে আমার সাথে তর্ক জুড়ে দিয়েছিল বিভিন্ন পরিসংখ্যান তুলে [ সামনাসামনি কথা হলে হয়তবা হাতাহাতির পর্যায়েও যেতে পারতো :p ]। তো আজ সে মনে হয় বুঝতে পারছে আর্জেন্টিনা যোগ্য দল ছিল না। আর যদি বুঝেও না বুঝার ভান করে তাহলে কিছু করার নাই ! ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল, সেটার কষ্ট আলাদা... কিন্তু ১-০ গোলে হেরে তীরে এসে তরী ডুবে যাওয়ার কষ্ট তো আরো বেশি ভয়ঙ্কর ! যেসব আর্জেন্টাইন সমর্থক [ সকলে নয় ] ব্রাজিলের সমর্থকদের দুয়ো দিয়ে সেদিন চোখের পানি বের করেছিলেন , এখন সময় এসেছে আপনাদের চোখের পানি ফেলার। [ সত্যি এক মাঘে শীত যায় না ;) ] যাই হোক, বিশ্বকাপটা সত্যি ই মিস করব... রাত জেগে খেলা দেখা...ব্রাজিলের খেলার দিন হলে গিয়ে খেলা দেখা...সবার সাথে একসাথে গলা ফাটিয়ে চিৎকার করা... পরদিন ঘুম ঘুম চোখে আবার ক্লাস করা !!! সত্যি অসাধারণ একটা মাস কাটলো ... Now eagerly waiting for RUSSIA,2018 ! once again CONGRATULATIONS GERMANY !!! [ ৭ গোল পাওনা থাকলো ...চিন্তার কোন কারণ নেই ! সুদে-আসলে পরে মিটিয়ে দেওয়া হবে :v ] & ARGENTINA... bad luck today ! better luck next time !!! [ next কবে যে আবার এরকম সুযোগ আসবে ভাববার বিষয়। আরো ২৪ বছর না তার চেয়েও বেশি অপেক্ষা করা লাগে :p ] তবে অবশেষে বাংলাদেশ দীর্ঘ ১মাস যাবত ৬৪ টি ম্যাচ খেলা হওয়ার পর বিদেশী পতাকার আগ্রাসন থকে মুক্তি পাচ্ছে। অতিশীঘ্রই দেশের সবজায়গায় আবার আগের মত শান্তিপূর্ণ ভাবে শুধু বাংলাদেশের লাল-সবুজ পতাকায় শোভা পাবে ! [অফ টপিকঃঃ একান্ত ভাই, Shawon ভাই,Samiul ভাই আপনাদের কাছ থেকে আর ট্রিট নেওয়া হল না ! :( শুধু এই কারণ টার জন্যই আর্জেন্টিনা হেরে যাওয়াই একটু খারাপ লাগছে :P ]
Posted on: Sun, 13 Jul 2014 23:11:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015