অতটা সুস্থ হয়ে উঠিনি - TopicsExpress



          

অতটা সুস্থ হয়ে উঠিনি এখনো, শরীরে অনেক দুর্বলতা রয়ে গেছে যদিও, তবু অসুস্থতার পঁচা ধকলটা কিছুটা সামলে নিয়েছি। সবার দোয়ায় এখন কিছুটা ভালো আছি, আলহামদুলিল্লাহ্‌! খুব শীঘ্রই পুরোপুরি সেরে উঠবো ইনশা আল্লাহ্‌! :) আজ সকালে ঘুম ভেঙ্গেই মনে হচ্ছিলো, আমার পাশে যদি এক ঝুড়ি শিউলি ফুল দেখতাম। কেমন যেন ঘুমের ঘোরেই ঘ্রাণ পাচ্ছিলাম। হয়তো অসুস্থতায় অবচেতন মনের কল্পনা এর কারণ! তবু আজকের গাঢ় নীল আকাশটা দেখে শরতের সকাল, আবছা কুয়াশা, শিউলি ফুল... এসব মনে পরছে বারবার!
Posted on: Fri, 16 Aug 2013 08:03:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015