অত্যন্ত দুঃখের সাথে - TopicsExpress



          

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ড. স্বাক্ষরকে দেশে আনা হয়েছে আজ সকালে। টাকা যোগাড় হয়নি বলে উনি এখন বোর্ডবাজারে উনার মামার বাসায় আছেন। যত দ্রুত সম্ভব স্বাক্ষর ভাইকে যে কোন হসপিটালের আইসিইউতে নিতে হবে! আগামী এক সপ্তাহের জন্য অন্তত এক লাখ টাকা দরকার, প্লিজ সবাই এগিয়ে আসুন! ★ স্বাক্ষর ভাইয়ের শরীরে ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়ছে! এখন উনাকে আইসিইউতে রেখে ইনফেকশন কন্ট্রোলের পর আবার কেমো শুরু করতে হবে। ★ ঢাকার যে কোন সরকারী আইসিইউ সম্বলিত হসপিটালের কেউ যদি থাকেন অথবা কারো কোন হেল্প লিঙ্ক/সোর্স থাকে প্লিজ দ্রুত জানান। আমরা যদি দ্রুত কিছু করতে না পারি তাহলে একজন নিবেদিতপ্রাণ তরুণ ডাক্তারকে অকালে হারাতে হবে! যে ডাক্তার অসহায়দের পাশে দাঁড়াতে চেয়েছিলো তাকেই যদি টাকার অভাবে বিনা চিকিৎসায় মরে যেতে হয় কেমন লাগবে? আসুন না সবাই মিলে একটু একটু করে সহযোগীতার হাত বাড়িয়ে দিই। আমার উপর ভরসা করে তো অনেক সহযোগীতা করেছেন, আরো একবার হাত পাতছি একজন ডাক্তারের জন্য। যারা সহযোগীতা পাঠাতে চানঃ Subhas Chandra Das S/A: 12315139028 Dutch Bangla Bank Ltd. ( স্বাক্ষর ভাইয়ের বাবা) bKash: 01686959899 (Personal) DBBL Mobile Acc: 016869598994 সহযোগীতা পাঠানোর আগে ফেসবুকে অথবা 01972664422 নাম্বারে কথা বলে নিবেন প্লিজ।
Posted on: Sat, 18 Oct 2014 05:24:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015