অনেকেই হরতাল চায় এজন্যে - TopicsExpress



          

অনেকেই হরতাল চায় এজন্যে নয় যে কোন দল দেশের জন্যে ভালো কিছু আদায় করে আনবে আন্দোলনের মাধ্যমে। চায় ছোট-খাট হানিমুন বা বকেয়া ঘুমের জন্যে। আলালের ঘরের দুলালেরা আর দুলালীরা তোমাদের মত চাঁনদের জন্যেই সিরাজ-দৌলার পরাজয় হয়েছিলো। তোমাদের বাপ-দাদারা আর দাদীরা,পর দাদা-দাদীরা ঘুম আর হানিমুন করে নাই ২০০ বছর??? পরীক্ষা দেখে করিস না ভয় আড়ালে তার হরতাল হাসে বাবারা আর আম্মারা ঠিকভাবে কয়জন চান্স পাইছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে???? নিজে বাঁচলে বাপের নাম সিরাজ-দৌলার আমলের সবার কবরে গিয়ে জানতে ইচ্ছে করে সোনার চাঁনেরা বাপ-বেটা কয়জন বেঁচে আছো???? অনেকেই fb te likhe i hate politics থুক্কু প্রেম করতে লাগে তো!!! :p :p :p :p , মজার ব্যাপার হল এরাই টাই-পড়ে,ইন করে টাকার বস্তা লইয়া চাকরী আর ভর্তির জন্যে সিপাহ-সালার মতো লম্বা সালাম দেয় এই পলিটিশিয়ানদের। কেন পলিটিক্স করবি না পড়া লেখা কর। এরাই দেশ খাইছে। কারণ দেশের সব বড় দূর্নীতিই আমলাতান্ত্রিক। অতীতে এদের নাম ছিল নায়েব-গোমস্তা,পাইক-পিয়াদা বর্তমানে কর্মকর্তা-কর্মচারী। এরাই মূলত সাধারণ মানুষ। অবশেষে বলি ভালো হতে পয়সা লাগে না,নিজে ভালো তো জগত ভালো। যে জীবন সামাজিক না সে ঈশ্বর না হয় পাগল। দেশ ঈশ্বর আর পাগলে ভরে গেছে। আমার মত অভাবী লোকেরে কয় ২/৩লাখ যা লাগে টাকা নেন ভর্তি করে দেন। কমপক্ষে ২৫/৩০ জন বলছে। মেয়েদের বলাটা খুব দারুণ। ভাইয়া শর্ট-খাট কোন ব্যবস্থা আছে? problem নাই খরচ-টরচ দিতাম। বাকীটুকু understanding সাপেক্ষে :p :p.ইস যা বান্দর, শয়তান। যদি বলি পারবো না।তাইলে সগর্বে বলে কী রাজনীতি করেন????ছাইড়া দেন। মনে হয় রাজনীতিটা তাদের জন্যেই চর্চা হচ্ছে। অনেকেই mind খাইয়া যাইতে পারেন। খান খান। A Leader Can Change The Whole Nation.ওই রকম দুই একজন হলেই হবে।
Posted on: Sun, 28 Sep 2014 08:10:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015