[অনেক কষ্ট করে লেখা।একটু - TopicsExpress



          

[অনেক কষ্ট করে লেখা।একটু সময় নিয়ে পড়বেন প্লিজ] মাসের শেষ....চাকুরীটা হারিয়েছি...৮ হাজার টাকা বেতন পেতাম গ্রামে মা কে ৩ হাজার টাকা পাঠাতাম....আমি না খেয়ে না খ আমার মা কি করবে???পকেটে মায়ের উদ্দেশ্যে একটা চিঠি....মা এমাসে তো টাকার বেশি পাঠাতে পারবো না....টাকাটা ক হবে জানি না....প্রচন্ড রোদ....বাস থেকে নামলাম....পকেটে হাত দিয়ে দেখি খুচরা টাকা গুলোও নেই,মা কে লেখা চিঠিটাও নেই....নিজের ওপরই খুব রাগ হলো...টাকা পাঠাতে পারলাম না....এর প্রায় দুই সপ্তাহ পর মায়ের লেখা একটা চিঠি পেলাম...মা লিখেছ আছিস?তোর পাঠানো ২০০০ টাকা আমি পেয়েছি"...আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়লো...যাই হোক...এর প্রায় এক মাস পর একটা চিঠি পেলাম....খুবই বাজে হাতের লেখা...তাও কষ্ট করে পড়লাম...চিঠিটা এমন, "ভাই আপনার পকেটে ৮শ টাকা ছিল। আপনি যে আপনার মা কে টাকা পাঠাবেন তা জানতাম না।তাই ওর সাথে ১২০০ টাকা যোগ করে আপনার মা কে পাঠিয়ে দিয়েছি। মা তো সবারই আছে। অকারণে মা না খেয়ে কষ্ট পাবে কেন বলুন?ভালো থাকবেন" ---ইতি আপনার পকেটমার ভাই.... *মা ঠিক এমনি একটা জিনিস*
Posted on: Thu, 29 Aug 2013 12:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015