অনেক সময় আমাদের পোষ্ট - TopicsExpress



          

অনেক সময় আমাদের পোষ্ট এবং পেজের মধ্যে ইউটিউব ভিডিও দেখাবার প্রয়োজন পড়ে।কেন পড়ে,সেটা বোধ করি আমার থেকে আপনারাই ভাল জানেন। যাহোক,চাইলে আমরা এই জটিল কাজটা খুব সহজেই শর্টকোড দিয়ে করে ফেলতে পারি।ওয়ার্ডপ্রেসে শর্টকোড কি জানতে এখান থেকে একটা চক্কর দিয়ে আসুন। যেভাবে করবেন। প্রথমে আপনার সাইটে লগিন করুন।এরপর Dashboard থেকে Appearance>Editor যান। এবার আপনার বর্তমান থিমের functions.php তে নিচের কোড টুকু যুক্ত করুন।কোড টুকু অবশ্যই ?> এর আগে বসাবেন। function youtube($atts) { extract(shortcode_atts(array( value => , width => 475, height => 350, name=> movie, allowFullScreen => true, allowScriptAccess=> always, ), $atts)); return ; } add_shortcode(youtube, youtube); আপনি চাইলে এই কোড টুকু দিয়ে একটা প্লাগিনও বানিয়ে রাখতে পারেন।তাহলে সাইটের থিম পরিবর্তন করলেও আপনি শর্টকোড টা ব্যাবহার করতে পারবেন।ব্যাসিক প্লাগিন কিভাবে বানাতে হয় সেটা অন্যকোন টিউটোরিয়ালে দেখাবো। কিছুক্ষণ আগে আমরা যে শর্টকোড রেজিষ্টার করলাম,সেটা হল এইটা। [youtube value=youtube/watch?v=1aBSPn2P9bg] youtube/watch?v=1aBSPn2P9bg এর জায়গায় আপনার কাঙ্খিত ভিডিও টির লিংক দিবেন।এরপর শর্টকোড টুকু পোষ্ট বা পেজ এডিটরে পেষ্ট করে পাবলিশ করেন।তাহলে দেখবেন ভিডিও টি পোষ্ট বা পেজে চলে এসেছে।
Posted on: Thu, 20 Nov 2014 10:12:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015