অনেকক্ষণ চিন্তা করলাম কি - TopicsExpress



          

অনেকক্ষণ চিন্তা করলাম কি লিখব কি লিখব কিন্তু পেলাম না। কিছুই না ! হয়ত আজকের ব্যপারটা ভাষায় প্রকাশ করতে পারব না তাই। অনেক চড়াই উতরাই, অনেক বাধা, অনেক বেশি লম্বা সময় পার করে আজকে ইউনিভার্সিটির লাইফের অন্তিম সময় পার করলাম। কোনভাবেই বিশ্বাস হয় না এতো তারাতারি ৪ টা বছর শেষ করে ফেললাম। এই সেদিন আমাদের অরিয়েন্টেশন প্রোগ্রাম হল, এরই মধ্যে ৪ টা বছর পার করে ফেললাম ! প্রায়ই মনে হত কবে শেষ হবে এই ইউনিভার্সিটি লাইফ ! আর কত দিন এই আন্ডার গ্রাডুএট থাকব ? সাথের বন্ধু বান্ধব হয় এখন এক বাচ্চার বাপ নাইলে বিয়ে করার কথা ভাবছে। আর আমি মামা আদু ভাই এখনো পড়েই যাচ্ছি। কিন্তু আজকে প্রম নাইট পার্টিটা শেষ করার সময় চোখটা ভিজে আসছিল। মনে হচ্ছিল কিছু একটা বিধেছে চোখে। মনে হচ্ছিল এই মুখগুলো আর দেখব না ? আর এদের সাথে বসে কবিরের দোকানে আড্ডা জমবে না ? আর দেখাদেখি করে পরীক্ষা দেয়া হবে না ? MCQ এর উত্তরের জন্য আঙ্গুলের দিকে তাকাতে হবে না ? ক্লাসে আসার জন্য সকালে কল করে আর ঘুম থেকে উঠিয়ে দেবে না ? এ কেমন কথা ! এও কি সম্ভব ! এই মুখগুলো না দেখলে সারাদিন কিভাবে জাবে ? কাদের সাথে লাস্ট সিটে বসে সারের ভুল নিয়ে হাসাহাসি করবো ? কাদের সাথে বসে ক্লাসের ভেতর খোঁচাখোঁচি করবো ? অ্যাসাইনমেনট না করা নিয়ে কার ঘারে দোষ চাপাব ? মানতে জতই কষ্ট হোক এইটাই বাস্তব। এসব আর কিছুই হবে না। যার শুরু আছে তার শেষও হবে এইটাই স্বাভাবিক। চার বছর আগে Southeast University - SEU যে গল্প শুরু করেছিলাম তার শেষ পাতায় এখন আছি আমরা। ইচ্ছে করছে গল্পের বইটা রেখে দেই। থাক না, শেষের পাতাটা নাহয় নাই পড়লাম। কিন্তু তা কি হয় ? এইটা তো আর হিন্দি সিরিয়াল না। সিনেমার কালিমেক্সের পরেতো এনডিং আসবেই। তবু প্রাপ্তি এই একটাই। ফাইনালি পাপ্পু পাস হোগায়া মামু
Posted on: Thu, 18 Dec 2014 20:29:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015