অনেকদিন পর আবার কোন কাজ - TopicsExpress



          

অনেকদিন পর আবার কোন কাজ করা হৈলো ৷ স্টাডি আর জব নিয়া ব্যস্ত, তাই অনেকের অনেক কাজ করতে পারতাছিনা ৷ অনেকের কাজ ঝুইলা আছে ৷ আয়ারল্যান্ডের এক ফ্রেন্ড যার লগে ২০১০ সালে SSBT & ASG সিডনিতে পড়তাম, তার রিকোয়েস্টে বানানো কাজ ৷ তার বৈনের এনগেজমেন্ট ছিল গত দুয়েকদিন আগে ৷ সে কিছু ছবি আর ইনফো দিয়া আমারে রিকোয়েস্ট করছিলো কিছু একটা বানায়া দিতে যেন সে গিফট করতে পারে ৷ সময় দিছে ৫ দিন ৷ তাড়াহুড়া কৈরা বানানো ৷ অনেক কিছু দেখানোর ছিল, অনেক কিছু চেইন্জ করার ছিল ৷ ভিডিওতে আমি ২টা চ্যাপ্টারে গল্প বলার ট্রাই করছি, কিন্তু ইচ্ছা ছিল ৫টা চ্যাপ্টার বানানোর ৷ টাইম কৈ? :/ Please make comment which will inspire me to make more crazy stuff and help me to improve my work. :)
Posted on: Sun, 03 Aug 2014 13:57:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015