অনলাইনে প্রতারণার - TopicsExpress



          

অনলাইনে প্রতারণার শিকার হলে কি করবেন? আপনার নামে বা আপনার ছবি দিয়ে কেউ অবৈধ ফেসবুক চালালে কীভাবে সল্যুশন করবেন? ●কেউ যদি আপনার নাম ও ছবি ব্যবহার করে আপনার অগচরে তাহলে কি করবেন? ●কেউ যদি ফেসবুকে আপনার নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল পেজ চালায় বা কেউ যদি আপনাকে অনলাইনে উত্যক্ত করে, ●তাহলে আপনাকে নিচের পদক্ষেপ নিতে পারেন ●আপনি BTRC কে ফোন করে কমপ্লেইন করতে পারেন। ●তারা ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধান করার চেষ্টা করবে। ●বেশি মারাত্মক হলে তাকে ৩ দিনের মধ্যে আইনের আওতাই নিয়ে আসবে BTRC. তাহলে কীভাবে BTRC এর সাথে যোগাযোগ করবেন? আমিতো আছি? ●BTRC এর ঠিকানা- ●Bangladesh Telecommunicati on Regulatory Commission (BTRC) IEB Bhaban (5,6 & 7 floor) Ramna, Dhaka-1000 Phone (PABX): + 880 2 9611111 Fax: +880 2 9556677 Email: [email protected] d ●Consumer Inquiries Related: Email: consumer.inquir [email protected] _AJ
Posted on: Sat, 19 Jul 2014 11:53:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015