অসম্বব কে সম্বব করা - TopicsExpress



          

অসম্বব কে সম্বব করা অনন্ত জলিলের কাজ নয় শুধু Habib ও তা পারে, আজ প্রমান করলো... সারপ্রাইজ সরূপ জীবনে প্রথম বারের মত unknown নাম্বার থেকে ফোন দেওয়াতেও বলে দিলো আমি আরেফিন, ছোট ভাই হয়েও বড় ভাইয়ের ভূমিকায় পরামর্শ দিলো বিয়ে করে বউকে দেশে রেখে না যেতে ;-) ... গুরুজ্বী মখাAlamgir না চিনলেও কারো বউ বিয়ে করার পরামর্শ দিলো :v , দেখলাম তাকে চিরচেনা সেই মজার মানুষের রূপে... অনেক দিন মনেথাকবে সেই হাসি... নিশ্চুপ নিরবতা সাহস দিলো, দিয়েছিলো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা... তাকে শুধু এটাই বলবো, জীবন টা তোমার একান্ত নিজের, তাই থেমে থাকা নয়, আগুন লাগিয়ে দাও আবেগের ধানের গোলায় Rocky রাখলো সেই সম্মানের জায়গাতে... Mizanur কাছের বন্ধু হয়ে থাকার কথা দিলো... মায়াবতি দেখলাম মায়াবিনি রূপে, কথা বললাম আরো অনেকের সাথে এ কয়োকদিনে, ... ভালোমন্দ, লাইক কমেন্ট করে, খোজ খবর নিয়ে সব সময় পাশে ছিলেন, থাকুন পাশে... সবার ভালোবাসায় সিক্ত আমি... সবার জন্য রইলো অনেক ভালোবাসা... হ্যাপি ফেসবুকিং...
Posted on: Mon, 18 Aug 2014 12:12:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015