অসুখে ধরার আর সময় পেলনা - TopicsExpress



          

অসুখে ধরার আর সময় পেলনা একদম এক্সামের আগের দিনে এসে। সকাল থেকেই একটু একটু অসস্তি লাগছিল , তাই পরতেও বসিনি ভাবলাম এতে যদি আবার বেশি অসুস্ত হয়ে পরি। তাই একটু রিলাক্স এ থাকার চেষ্টা করলাম । বিকালের টিউশনি টাও বন্ধ দিয়ে দিলাম । বিকাল পর্যন্ত পরতে বসলাম না। জাস্ট সুস্ত হবার জন্য । কিন্তু এ কি সব চেস্টাই পণ্ড । সর্দি, কাশি , জ্বর, মাথা ব্যথা এমন ভাবে জেঁকে বসলো যে এখন আমার নিজের ই উঠে বসা মুশকিল হয়ে গেছে। সর্দি তো নয় যেন নাকে বন্যা শুরু হইছে। আজ কে না ধরে ২ দিন আগে ধরলে ও কোন সমস্যা ছিলনা । Save me God........ অন্তত আজ কে রেহাই দাও । নয়তো এই Fundamental exam এ এক্সাম হলে বসে পুরাই mental হয়ে যাবো।
Posted on: Tue, 28 Oct 2014 12:28:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015