আঁধার থেকে আলোর - TopicsExpress



          

আঁধার থেকে আলোর পথে -------------------- নাম- আবদুল হাদী। জন্মস্থান, পাইসকা, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। শিক্ষাগত যোগ্যতা, বি,কম। প্রভুর সন্ধানে ঘুরছেন এক মাজার থেকে অন্য মাজার। তাঁর জানাছিলো না এটি ভ্রান্তপথ। জীবনের অধিকাংশ সময় কেটেছে মাজারে-মাজারে। জানতেন না তিনি সেখানে যে প্রভুর অর্চনা হয় না, হয় মানুষরূপী দুপাওয়ালা চতুষ্পদজন্তুর অর্চনা। তবুও তিনি ছুটতে এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটতেন প্রভুর সন্ধানে। তবে সেটি ছিলো ভুল পথ। # আজ নরসিংদীতে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাহেবের মাহফিল থাকায় স্থানীয় মুজাহিদ কমিটির লোকেরা আবদুল হাদী সাহেব অনেক বোঝিয়ে শায়েখে চরমোনাইয়ের নিকট নিয়ে আসেন। হুযুর, আবদুল হাদী সাহেবের থেকে তাঁর জীবনবৃত্তান্ত শোনেন। যাতে তিনি স্বীকার করেন যে, তার মাজারে ছোটাছুটি ছিলো প্রভুর সন্ধানে। অতঃপর শায়েখে চরমোনাই তার সামনে তোলে ধরেন মহান প্রভুকে পাওয়ার পথ। যে পথে চলেছে আমাদের নবীগণ, সাহাবায়ে কেরাম (রাঃ) ও ওলী- আউলিয়া গণ। শায়েখ তার সামনে এটিও তোলে ধরেন যে, তাঁর চলিত পথ মূলত সঠিক পথ নয়। অবশেষে, তিনি নিজের ভুল স্বীকার করেন এবং অনুতপ্ত ও লজ্জিত হন অতীত কর্মের উপর। উল্যেখ্য, শায়েখে চরমোনাই তাঁর গোঁফ- চুল পরিপাটি করতে বললে তিনি তাৎক্ষণিক কেটে ফেলার অঙ্গীর করেন। এমনকি শায়েখে চরমোনাইয়ের সফর সাথী আবু বকর ভাই তার গোঁফ-চুল পরিপাটি করতে আরম্ভ করেন। আবদুল হাদীর এমন পরিবর্তন দেখে শায়েখও স্বেচ্ছায় তাঁর গোঁফ-চুল পরিপাটি করতে আগ্রহ প্রকাশ করেন। আল্লাহ তাঁকে সঠিক পথে পরিচালিত করুক এবং শায়েখে চরমোনাইকেও দীর্ঘজীবী করুক, আমীন।
Posted on: Sat, 10 Jan 2015 06:17:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015