আইজকা কিছু বন্ধুরে - TopicsExpress



          

আইজকা কিছু বন্ধুরে দাওয়াত করছিলাম আমার বাসায়। দুই একজন পরিবারও নিয়া আইসে লগে। কয়েক পদের তরকারী বানাইলাম। দেশি মুরগী, গরুর কলিজা, ইলিশ মাছ, ডিম, করলা ভাজি, বেগুন ভর্তা, দুই পদের ডাইল। মসুর ডাইলের জন্যে প্রশংসিত হৈলাম সবচাইতে বেশি। মসুর ডাল পাকানোর সময় ছাদ থেইকা বড় একটা টিকটিকি হঠাৎ কৈরা ডেকচিতে আইসা পড়ে। তাৎক্ষনিক খুন্তি দিয়া অনেক খোঁজাখুঁজি কৈরা টিকটিকিটারে আর পাইলাম না। ডাইলের লগে মিক্স হৈয়া গেছে। এতো কষ্ট কৈরা ডাইল বানাইলাম। গ্যাস ও কম, সিলিন্ডার প্রায় খালি। তাই সিদ্ধান্ত নিলাম, ডাইল ফালামুনা। দেখি কার কি অনুভুতি। আশ্চর্য হৈলাম, যখন দেখলাম আজ অন্য তরকারী বাদ দিয়া সবাই খালি ডাইল খায় !! লৌকিক ভাই, ডাইল এতো মজা হৈসে আইজ !! খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট ডাইল আমার দোস্ত ইমতিয়াজের বউ টিফিন বক্সে কৈরা বাসায় নিয়া গেছে !!! আসল রহস্য এই ইসটাঠাশ দেইখা ঠাহর পাইবো :D 8) 3:)
Posted on: Tue, 06 Aug 2013 17:46:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015