আইনের শাসন আওয়ামীলীগ - TopicsExpress



          

আইনের শাসন আওয়ামীলীগ স্টাইল ... "স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বাধীন বাছাই কমিটির আইনবহির্ভূত বাছাই প্রক্রিয়া নিয়ে বিএনপি এমনকি মানবাধিকার সংগঠনগুলোও প্রশ্ন তুলতে ব্যর্থ হয়েছে। বরং আইন ও সালিশ কেন্দ্র ড. মিজানের পুনর্নিয়োগ চেয়ে বিবৃতি দিয়েছিল" "ড. মিজান আরও তিন বছর মেয়াদে নিয়োগ পেলেন। আইনে আছে, বাছাই কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে দুটি করে নাম সুপারিশ করবে। তাহলে সাত সদস্যের কমিশন গঠনের জন্য আমাদের ১৪টি নাম জানার কথা। কিন্তু বাছাই কমিটির সদস্য বললেন, আইনে দ্বিতীয় মেয়াদে নিয়োগের সুযোগ আছে, তাই আমরা এবার কেবল একটি শূন্য পদের বিপরীতে দুটি নাম পাঠাই। বাকি ছয়জনই আগের কমিটির। ড. নিরুমা এক-এগারোর কমিটিতেও ছিলেন। তাই তিনি বাদ পড়লেন। ছয়টি আধা সাংবিধানিক পদে ‘পাইকারি’ নবায়ন ঘটল। " আর শূন্য একটি পদে নিয়োগ পেলেন ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, যিনি আইনমন্ত্রীর স্ত্রী। prothom-alo/detail/date/2013-06-30/news/364042#Scene_6
Posted on: Sun, 30 Jun 2013 06:48:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015