আগামী ২৬ অক্টোবর যশোরে - TopicsExpress



          

আগামী ২৬ অক্টোবর যশোরে আয়োজন করা হচ্ছে ইল্যান্সের ফ্রিল্যান্সিং কর্মশালা । ৩ ঘণ্টা ব্যাপী সেশনে মূলত ইল্যান্স ভিত্তিক ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করা হবে। ১ম সেশনঃ বিকাল ৫.০০-সন্ধ্যা ৬.৩০ স্পিকারঃ নাজমুল হোসেন, ইল্যান্স মোবিলাইজার, খুলনা এবং বিষয়বস্তু / যা যা থাকছে... - ফ্রিল্যান্সিং কি, কাদের জন্য - কিভাবে শুরু করবেন - কি কি কাজ পাওয়া যায় - মার্কেটপ্লেস পরিচিতি: ইল্যান্স (elance) - কিভাবে ইল্যান্স প্রোফাইল তৈরি করবেন ২য় সেশনঃ সন্ধ্যা ৬.৩০-রাত ৮.০০ স্পিকারঃ রোকনুজ্জামান রোকন, সিইও, বিটসেট আইটি লিমিটেড বিষয়বস্তু / যা যা থাকছে... Conversion of PSD of a Web Layout to HTML/CSS 1. Introduction to HTML and CSS 2. Why HTML and CSS? 3. HTML CSS Jobs on Elance 4. HTML Basic 5. HTML Editor 6. Creating Website Layout 7. Introduction to HTML Tag (Div Tag, Paragraph Tag, HeadingTag, img Tag, Meta Tag, Anchor Tag, Lists Tag) 8. Introduction to CSS 9. CSS Syntax 10. Implement Id and Class 11. CSS Styling and CSS Box Model 12. Using CSS Properties (Styling Fonts, Styling Text, Styling Links, Styling Lists, Background, Color, Float, Margin, Padding, Align, Pseudo Class, Pseudo Element) 13. Navigation 14. Implementation of Website Layout using the above Tag and CSS 15. Introduction to Responsive Design স্থান: জয়তি ভবন, ২২/সি মুজিব সড়ক, রেলগেইট যশোর সিটঃ ৫০ টি রেজিস্ট্রেশান এর জন্য নিচের লিঙ্ক থেকে রেজিস্টার করুন https://docs.google/forms/d/1hskjqg99XMK3cHQWXDzhb_pUXbBtmONOsTkGyuOrxvc/viewform অংশগ্রহণকারীরা সাথে ল্যাপটপ/ইন্টারনেট নিয়ে আসতে পারেন, তাহলে ট্রেইনিং-এর সাথে সাথে হাতে কলমে কাজ করা হয়ে যাবে। -------------------------------------------------------------------------- ধন্যবাদ, ইল্যান্স, বাংলাদেশ
Posted on: Thu, 24 Oct 2013 05:59:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015