আচ্ছা ভাই , একটা প্রশ্নের - TopicsExpress



          

আচ্ছা ভাই , একটা প্রশ্নের উত্তর খুঁজুন তো ? মুসলিমদের মধ্যে কোন দল আহ্লে হক বা সঠিক পথে আছে ? দেওবন্দি ? বেরেল্ভি ? সুন্নি ? জামাত ই ইসলামি ? আহ্লে হাদিস ? কে ? কে ? কে ? কে সঠিক পথে আছে ? উত্তর খুজুন . আর ততক্ষনে আমার উত্তর টা ও পড়ে নিন . তার পর আপ্নারা ও উত্তর দিবেন . আমি যে ভাবে বিচার করি তা একেবারেই আলাদা . বোধ হয় আপনাদের জানা আছে আবু দাউদ শরিফের ঐ হাদিস যাতে আল্লাহ্র নবি বলেছেন প্রত্যেক শতকে একজন করে মুজাদ্দেদ আসবেযারা দবীনের মাঝে সংস্কার করবে . এখন আসুন তো দেখি, খুঁজি, এই শতকের সংস্কারক কে ? একটু ভাবুন, সংস্কারের প্রয়জন তখন ই পড়েযখন দবীনের মাঝে হাজারো নতুন জিনিস ঢুকে যায় অথবা অত্যাবশ্যকীয় কিছু জিনিস বাদ পড়ে যায় . তা ছাড়া সংস্কারকদের সাথেকয়েকটি জিনিস ধারাবাহিক ভাবে ঘটে থাকে, তা হলো চরম বিরোধিতার সম্মুখিন হওয়া , মার খাওয়া , জেল ফাঁসী হওয়া ইত্যাদি ইত্যাদি . গ্যালিলিওর কথাই ধরুন . খ্রিষ্টান্দের চিরাচরিত কুসংস্কার ছিলো পৃথিবি নয় সুরয্য ঘুর্ছে . গ্যালিলিয়ো এর সংস্কার করতে গেলেন তো তাকে নির্মম ভাবে হত্যা করা হলো . মার্টিইন লুথার gO.nড়া খ্রিষ্টান্দের বোঝাতে গেলো তো তাকে পুড়িয়ে মারা হলো . মুস্লিম দের মধ্যেই দেখুন . চার ইমাম কে কত না নির্যাতন সৈতে হলো . মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাব কে দেখুন . কবর ভাংতে গেলো তো পুরো মুসলিম বিশ্বই তাঁর সাথে যুদ্ধ ঘোশওনা করলো . মুজাদ্দিদ আল্ফে সানি জাহাঙ্গিরের জেলেই জ্বিবন কাটালো . কারন একটাই . সংস্কার করতে এলে কুসংসাকারিরা ছেড়ে কথা বলে না . তারা সংস্কারক কে বিধর্মি ভেবে তার উপর নির্যাতন করবে ই . এখন দেখু তো , আজকালের ভন্ড মুজাদ্দেদির দাবীদ্ররা কি সংস্কার করেছে , আর তা করতে গিয়ে কতো মার খেয়েছে বা জেল ফাঁসি সয়েছে . শুধু একটা প্রশ্নের উত্তর খুজুন . সংস্কার করতে গিয়ে বর্তমান বিশ্বে কোন দল সবথেকে মার খাছে ? তা হলে ই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন .
Posted on: Sun, 22 Sep 2013 15:51:31 +0000

Trending Topics



"stbody" style="min-height:30px;">
Thought for the Day... There is a harsh contrast between what
...The visitor also asked, When a man realises the Self, what will
"And a highway shall be there,and a way,and it shall be called The
PEOPLE PLEASE DO NOT THINK YOU WILL GET HELP IN WINNIPEG FROM
Definisi K3 secara filosofi yaitu pemikiran dan upaya untuk

Recently Viewed Topics




© 2015