আছেন। আজ আমি আপনাদের - TopicsExpress



          

আছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে Android দিয়ে রবি সীমে আনলিমিটেড ফ্রী নেট চালাবেন। ১/ প্রথমেই *8444# dial করে যে কোন ১ টা প্যাকেজ কিনুন... ★ 3G active করতে ডায়াল *666*1# ২/ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিন। কারণ আমরা মেগাবাইট রেখে ব্যবহার করবো এবং পিছন দিয়ে ডাটা কাটতে andrOid তো এক্সপার্ট। ৩/ তারপর নিচের মতো করে ১ টা সেটিংস করে নিন। Name:- any name Proxy:141.0.11.253 port:80 apn:internet ৪/ তারপর সেটিংস টা এক্টিভ করে নিন। ৫/ এখান থেকে চাইনিজ অপেরা টা ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করে open করুন। ★আনলক কোড:- nextwap.net ৬/ ১টা হ্যান্ডলার ম্যানু আসবে। সেখানে নিচের মত করে সেটিং করে নিন। proxy type:Http proxy server:tv.robizone.mobi ৭/ তারপর অপেরার সেটিং থেকে Advanced সেটিং-এ যান। এবং Protocol HTTP করে দিন। ★ অপেরা টা চাইনিজ। তাই একটু সমস্যা হতে পারে। তবে সব কিছুই অফিসিয়াল অপেরার মত তাই আইডিয়া করে কাজ চালিয়ে যেতে পারবেন। আর বড় ফাইল ডাউনলোড করতে যে কোন প্রক্সি সাইট থেকে করবেন। যেমন:- hideme.be
Posted on: Mon, 05 Jan 2015 02:11:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015