আজ আপ্নাদের যার জীবনি এর - TopicsExpress



          

আজ আপ্নাদের যার জীবনি এর সংক্ষিপ্ত বিবরন দেব সে হল.................. তার নাম নেওয়ার দরকার হয়না চিনাতে। আপনি দেখে নিন কে তিনি। আসল নাম: Mark William Kalaway জন্ম: ২৪ মার্চ, ১৯৬৫ জন্মস্থান: Houston, Texas, US উচ্চতা: 6 ft 10 in (2.08 m) ওজন: 299 lb (136 kg রেসলিংয়ে অভিষেক: ১৯৮৪ সাল। ◘ তার বাবা-মার ৪ জন সন্তান। এর মধ্যে Undertaker তৃতীয়। ছোট বেলায় তার প্রবল ইচ্ছে ছিল বড় হয়ে বাস্কেটবল খেলবেন। স্কুলের বাস্কেটবল দলে নামও লেখান। কিন্তুু নিজের পারফর্মেন্স ভালো না থাকায় বাদ পড়ে যান। ◘ পরে ১৯৮৪ সালে যোগ দেন রেসলিংয়ে। খুব শীঘ্রই অতিমানব হয়ে উঠেন The Undertaker. কোনো ম্যাচে তাকে Easily হারানো যেত না। ◘ অনেকেই ভাবেন Kane হচ্ছে Undertaker এর ভাই আর Paul Bearar তাদের বাবা। আসলে ব্যাপারটা সম্পূর্ন storyline. ◘ Undertaker & Kane এক সময়ে Brother Of Destruction নামে একটা ট্যাগ টিম গঠন করেছিল। আর Paul Bearar সেই দলের নেতৃত্ব দিত। ◘ তখন রেসলিং বিজনেজটা দুটো কোম্পানিতে বিভক্ত ছিল। একটা WCW (World Championship Wrestling) অন্যটা WWF (World Wrestling Federation). ◘ Undertaker ১৯৯০ সাল পর্যন্ত WCW তে খেলেন। তারপর একদিন Hulk Hogan এর নজরে পড়েন। Hulk সরাসরি WWF এর চেয়ারম্যান Vince McMahon কে অনুরোধ করেন Undertaker কে কিনে নিতে। Vince তার অনুরোধ রাখলেন। ◘ ১৯৯০ সালের দিকে Kane The Undertaker নাম দিয়ে রেসলিং করত Undertaker. কিন্তুু, ধারাভাষ্যকাররা Kane শব্দটা উচ্চারণ করত না। এতে McMahon এর পরামর্শে Kane শব্দটা বাদ দিয়ে দেন। ◘ অভিষেকের পর থেকেই কিছু অসাধারন অথচ ভিন্নধর্মী ম্যাচ উপহার দেন। যেমন: Casket match, The Buried Alive match, The Hell in a Cell match, The Last Ride match. ◘ Undertaker এর সবচেয়ে বড় রেকর্ড হচ্ছে WrestleMania এর ২১ টা অাসর অপরাজিত থাকা। এছাড়াও ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কোনো ম্যাচ হারেন নি। Theme: Undertaker দুটো থিম নিয়ে রেসলিংয়ে খেলত:- 1 American Bad Ass: যেখানে একটা হোন্ডায় চড়ে, কপালে কাপড় বেধে, চোখে বড়সড় সানগ্লাস লাগিয়ে স্টেজে আসত। & 2 The Dead Man: কালো হ্যাট, কালো কোর্ট, কালো গ্লাভস পরা Taker. মনে হয় পুরোই মরা মানুষ। ◘ Taker প্রথম দিকে লাইমলাইটে আসেন Hulk Hogan কে সিঙ্গেল ম্যাচে হারিয়ে। ◘ পরে একে একে The Ultimate Warrior, Stg. Slaoughter, Yokohuna, Kamala, Randy Saveg, Dusty Rodes দের মত তৎকালীন লিজেন্ডদের সাথে টক্কর দেয়া শুরু করেন। ◘ Taker প্রথম WrestleMania ম্যাচ খেলে আসরটির ৭ম বছরে। যেখানে তিনি হারান Jimmy The Superfly Snuka কে। এখান থেকেই History শুরু। যদিও The Undertaker তখনকার একজন Wrestling Legend কে মাত্র ৫ মিনিটে হারিয়ে ছিল, তবুও ম্যাচটিকে সাধারণ ভাবেই সবাই গ্রহন করেছিল । কেউ তখন বুঝেনি যে এই ম্যাচটি একটি Legendary Streak এর শুরু ছিল। ◘ এতদিন পর্যন্ত Undertaker ছিল Heel. এক RAW তে Jack The Snake Roberts, এলিজাবেথ নামের এক Diva কে আক্রমন করতে গেলে তাকে বাচায় Undertaker. ওই ঘটনার পর থেকেই Undertaker ফ্যানদের কাছে জনপ্রিয় হয়ে উঠা শুরু করেন। ◘ পরবর্তী Wrestlmania তে Jack The Snake Roberts কে হারান The Undertaker. ◘ ১৯৯৬ এর দিকে টেকার মারাত্মক ইনজুরিতে পরেন। বেশ কয়েকমাস পর ফিরে এসে WWF CHAMPIONSHIP এর জন্যে ম্যাচ খেলেন Bret Heart এর বিপক্ষে। ম্যাচের মধ্যখানে Diesel প্রবেশ করে Bret Heart এর মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দেয়। এতে জীবনের প্রথম বারের মত WWF CHAMPION হন The Undertaker. ◘ পরের মাসে আবার Rematch ঘোষনা করা হয়। কিন্তুু এবারে ম্যাচ চলাকালীন Mankind প্রবেশ করে, এতে টাইটেল হেরে বসে Taker. ◘ কয়েকদিন Taker VS Mankind এর ফিউড চলতে থাকে। ১৯৯৬ এর Survivor Series এ ঘোষনা করা হয় Undertaker VS Mankind এর ম্যাচ। এই একটা ম্যাচই টেকারের ক্যারিয়ারকে ঘুরিয়ে দেয়। ম্যাচ টা ছিল Buried Alive Match. ◘ যে যাকে জীবন্ত কবর দিতে পারে। দারুন একটা ম্যাচ, টানটান উত্তেজনার এক পর্যায়ে Mankind কে কবরের ভেতর চোকস্লাম মারে টেকার। যখনই কবর দিতে যাবে কয়েকজন Wrestler এসে টেকারকেই কবরে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। ◘ তারপরের ৭ মাস Undertaker উধাও হয়ে গিয়েছিল। ১৯৯৭ এর Summer slam এ আবারো Undertaker VS Bret Heart. এবারে Special Guest রেফারি ছিল Shawn Micheal.ম্যাচ চলাকালীন মাইকেলের অনিচ্ছাকৃত একটা চেয়ার শট টেকারের মাথায় লাগে। এতে ম্যাচ হেরে যায় Taker. ◘ এবার শুরু হল Undertaker VS Shawn Micheal এর দ্বন্দ। কয়েকমাস পর Undertaker & Kane মিলে Brother Of Destruction গঠন করে যা HHH & Shawn Micheal এর টিমকে হারায়। ◘ পরের PPV তে আবারো Taker VS Mankind. এটা ছিল Hell In A Cell ম্যাচ। ম্যাচ চলাকালীন ১৬ ফিট উপর থেকে Mankind কে টেবিলের ওপর ফেলে দেন The Undertaker. ◘ এর পর The Rock, Steve Austin আর EDGE এর সাথে কিছু স্মরনীয় ফিউড হয় টেকারের। ◘ ২০০২ সালের দিকে অথরিটির সাথে ফিউড শুরু হয় টেকারের। Backlash PPV তে Undertaker, Kane & Austin মোকাবিলা করে WWE র চেয়ারম্যান Vince McMahon, তার ছেলে Shane McMahon & জামাতা HHH এর দলকে। ম্যাচে HHH বেইমানি করায় ম্যাচ হেরে যায় অথরিটি। ◘ এরপর Kane & Austin এর সাথে জুটি গড়ে কিছু ট্যাগ টিম ফিউডে অংশগ্রহণ করেন Undertaker. ◘ ২০০৭ সালের রয়াল রাম্বলে ৩০ নাম্বারে প্রবেশ করে ম্যাচ জিতে নেন Undertaker. এতে WrestleMania 23 এ বাতিস্তার সাথে World Heavyweight Championship এর ম্যাচে সুযোগ পান। Tombstone Piledrive দিয়ে ম্যাচ জিতে প্রথম বারের মত World Heavyweight Champion হন। ◘ ২০০৮ সালে অংশ নেন Elimination Chamber ম্যাচে। সেবার বলতে গেলে একাই ৫ জনকে Eliminate করে ম্যাচ জিতে নেন। এতে WrestleMania 24 এ Edge এর সাথে World Heavyweight Championship এর ম্যাচ পান। Undertaker তার নিজের সাবমিশন মুভ Hells Get দিয়ে ম্যাচ জিতে নেন। ◘ পরের বারের রেসলিংম্যানিয়ার আসর WrestleMania 25 এ The Undertaker vs Shawn Micheal. WWE.COM এই ম্যাচটিকে সর্বকালের সেরা ম্যাচ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ◘ পরের টানা ৩টি WrestleMania 26,27,&28 আসরে HBK আর HHH টেকারকে হারাতে পারেনি। ◘ WrestleMania 29 এ CM Punk কে হারিয়ে নিজের রেসলিংম্যানিয়ার রেকর্ডকে নিয়ে গিয়েছেন ২১-০ তে। ◘ Undertaker এর এতো বড় স্ট্রিক বানাতে WWE এর কোনো প্লান ছিল না কিন্তু !!!!! সর্বপ্রথম WrestleMania 11 এ King Kong Bundy এর বিপক্ষে Taker storyline ভঙ্গ করে ম্যাচ জিতে নেয়। তারপর এরকম আরও কয়েকটা WrestleMania তে সে storyline ভঙ্গ করে। The Undertaker এই পর্যন্ত ৩টি বিয়া করছে :- 1st wifes name: Jodi Lynn. 2nd wifes name: Sara. 3rd wifes name: Michelle McCool (WWE Diva). টেকারের প্রথম স্ত্রী ছিল জোডি লিন। Taker তাকে বিয়ে করে ১৯৮৯ সালে। তাদের প্রথম সন্তানের নাম গানার, তার প্রথম স্ত্রির সাথে বিবাহ বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে। Taker দ্বিতীয় বিয়ে করে ২০০০ সালে সারা কে। তাদের ঘরে দুই মেয়ের জন্ম হয় নাম চেসি এবং গ্রেসি। দ্বিতীয় বিবাহের বিচ্ছেদ হয় ২০০৭ সালে। Taker সাবেক ডিভা মিশেল মিকুলকে ৬ জুন, ২০১০ সালে বিয়ে করে। ২৯ আগস্ট ২০১২- তে তাদের একমাত্র সন্তান জন্ম নেয় তার নাম রাখা হয় কাইয়া ফেইথ কেলেওয়ে । টেকার যে এলাকায় থাকে (Death Valley) সেই এলাকাটি সে সম্পুর্ন কিনে নিয়েছে। ঐ এলাকাতে শুধু তার পরিবার এবং সে থাকে। The Undertaker এর অর্জিত Title সমূহ: World Heavyweight Championship (3 times ) WWF/WWE Championship (4 times ) WWF Hardcore Championship (1 time ) World Tag Team Championship (6 times ) – with Stone Cold Steve Austin (1), Big Show (2), The Rock (1) and Kane (2) WCW World Tag Team Championship (1 time ) – with Kane The Undertaker এর WrestleMania Undefeated Streak (21-0): 1. WrestleMania 7 (1-0): Undertaker defeated Jimmy Superfly Snuka. ♣2. WrestleMania 8 (2-0): Undertaker defeated Jake The Snake Roberts. ♣3. WrestleMania 9 (3-0): Undertaker defeated Giant Gonzalez (won by Disqualification). ♣4. WrestleMania 11 (4-0): Undertaker defeated King Kong Bundy. ♣5. WrestleMania 12 (5-0): Undertaker defeated Diesel. ♣6. WrestleMania 13 (6-0): Undertaker defeated Sycho Sid (WWF Championship No Disqualification Match). ♣7. WrestleMania 14 (7-0): Undertaker defeated Kane. ♣8. WrestleMania 15 (8-0): Undertaker defeated Big Boss Man (Hell in a Cell). ♣9. WrestleMania 17 (9-0): Undertaker defeated Triple H. ♣10. WrestleMania 18 (10-0): Undertaker defeated Ric Flair (No Disqualification). ♣11. WrestleMania 19 (11-0): Undertaker defeated Big Show and A-Train (Handicap Match). ♣12. WrestleMania 20 (12-0): Undertaker defeated Kane. ♣13. WrestleMania 21 (13-0): Undertaker defeated Randy Orton. ♣14. WrestleMania 22 (14-0): Undertaker defeated Mark Henry (Casket Match). ♣15. WrestleMania 23 (15-0): Undertaker defeated Batista (World Heavyweight Championship Match). ♣16. WrestleMania 24 (16-0): Undertaker defeated Edge (World Heavyweight Championship Match). ♣17. WrestleMania 25 (17-0): Undertaker defeated Shawn Michaels. ♣18. WrestleMania 26 (18-0): Undertaker defeated Shawn Michaels (No Count Out,No Disqualification, Streak vs Career Match). ♣19. WrestleMania 27 (19-0): Undertaker defeated Triple H (No Holds Barred). ♣20. WrestleMania 28 (20-0): Undertaker defeated Triple H (Hell in a Cell w/Shawn Michaels as Guest Referee). ♣21. WrestleMania 29 (21-0): Undertaker defeated CM Punk (w/Paul Heyman). ধন্যবাদ ।
Posted on: Sat, 08 Nov 2014 07:00:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015