আজ একটা প্রাইভেট - TopicsExpress



          

আজ একটা প্রাইভেট কোম্পানীর accounts section এ ইন্টারভিউ দিতে গেলাম..।। তো নিয়গকর্তা(chairman of the company) আমাকে ভাইভাতে যা জিজ্ঞাসা করলো তার চুম্বিক আংশ--- নিয়গকর্তা : আপনি ন্যাশনালে পড়লেন কেন..? পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেন নাই..?? আমি : সান্স পাই নাই স্যার নিয়গকর্তা: অনার্সে দেখি 1st class পেলেন..!! এটা আবার কোন গ্রেড..?? a, b না c...?? [আমার মনে হয় উনি আমার সাথে ভাব নিছে] আমি : কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম স্যার আমাদের গ্রেড না ক্লাস বেসিস রেজাল্ট দিয়েছে..!! নিয়গকর্তা : আগে কোন চাকুরী করেছেন...?? আমি : না স্যার নিয়গকর্তা : অভিজ্ঞতা ছাড়া আপনাকে চাকুরী দিলেতো আপনাকে নতুন করে আমার পকেটের টাকা খরচ করে কাজ শিখাতে হবে...।। আমি : স্যার আমি সুযোগ পেলে কাজ শিখে নিবো এবং এই অভিজ্ঞতা আপনার কোম্পানিতে সার্ভ করবো..!! moral: ১.জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিপিকেটের কোন মূল্য নেই.. এখানে মাগনা সার্টিপিকেট দেয়া হয়.. ২.আভিজ্ঞতা..!! কাজে সুযোগ না দিলে আভিজ্ঞতা হবে কি ভাবে..?? সুযোগ দিয়ে দেখেন আমরা পারি...
Posted on: Tue, 14 Oct 2014 08:18:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015