আজ কিছু পুরোনো খাতা পত্র - TopicsExpress



          

আজ কিছু পুরোনো খাতা পত্র হাতরাতে গিয়ে দুটো খাতা পেয়ে মনটা বেশ ভারী হয়ে গেল। প্রথমে যে খাতা (প্যাড) টি পেলাম তা ২০০৮ /০৯ সালের। সেটা নিশ্চিত হলাম খাতার ভেতরের কিছু লেখা পড়ে। সে সময় English Debate এর জন্য #শরিফুল-আমিন স্যার আমাকে #আনিকা কে select করেন। আমাদের সেকশন থেকে আমি আর আনিকা যমুনা হাউজ এর প্রতিনিধিতব করি। ফাইনালে তো #ইন্না #সুমি #জিনিয়া (পদ্মা হাউজ) কে হারাই আর সেরা তার্কিক নির্বাচিত হই। এর আগে আবার #রাখসান্দা দের (তিস্তা হাউজ) কে হারিয়ে ফাইনালে যাই। সেই দিনের কথা খুব মনে পড়ছিল। খুব রাত পর্যন্ত আনিকাদের বাসায় debate নিয়ে আলোচনা করতাম। যাই হোক পরিশ্রম সার্থক হয়েছিল। তবে ফাইনালে যেতার পর পদ্মা হাউজ এর #জিনিয়া ওর কান্নার কথা ভুলবোনা। অনেকটা অভিমান করেই সে বলেছিলো, আমি ছেলেদের সাথে hand shake করিনা,.. :) ৪ বছর আগের হাতের লেখা গুলো কেমন যেন মলিন হয়ে গেসে। এরপর আরেকটা খাতা হাতে নেওয়ার পর কেমন যেন আবেগটা ঘন হতে লাগলো। যেন বুক ধুকরে কান্না চলে আসবে। খাতাটি আজ থেকে প্রায় ৮ বছর আগের ২০০৬ সালের! যখন class 9 এ পড়ি। খাতায় কিছু paragraph নোট ছিল। তারপর ৩০/০৭/০৬ তারিখ সম্বলিত একটি পৃষ্ঠা পেলাম যেখানে ছিল দুটো cloze test ( with clues/ without clues) . ক্লাসটা ছিল খুব সম্ভবত #শরিফুল-আমিন স্যার এর। আর এক পৃষ্ঠায় ছিল নাজনিন ম্যাডামের বাংলা ক্লাস! ৮ বছর আগের সেইদিনগুলোর কথা মনে করিয়ে দিল এই খাতা! মনে পড়ছে #জিসান #রুশো #রুশো (মোহাইমিনুল) #রেজা #আবির #রিকি #মিশন #রিফাত #আদিব #মুন #অদিতি #লিন্ডা #নাঈমা #শাকিল #তুরফা আরো কে কে (memory loss) . সবাইকে। তোদের সবাইকে নিয়ে আবারো ২০০৬ সালে ফিরে যেতে ইচ্ছে করছে। কিন্তু অতীত তো আর পাবোনা (time mechine না আসা পর্যন্ত) তবে খুব খারাপ লাগে মনে পড়লে। সময় কত্ত দ্রুত চলে যাচ্ছে! এখনি এই অবস্থা আর কয়েক বছর পর তো এসব হাতে এলে চোখে পানিই চলে আসবে! আর নাইন এ কি #সাদেক-আলী স্যার ছিল রে?
Posted on: Sun, 27 Oct 2013 20:17:40 +0000

Trending Topics



-the-threat-of-Koch-Brothers-and-topic-528056273978552">Any media outlet/pundit that uses the threat of Koch Brothers and
Well, hot dog! The fine folks over at Gameday Radio chose Sean
Run Like The Wind is 1 of 42 exercises/tracks from my childrens
10 GM Myths That Monsanto Wants You to Believe Monsanto is
Imagen Firmware q2e41 Imagen Xo cargada o enchufada Imagen
Colt Big Man Cleanser ( 3 Pack )... TSJ1, C7035U219,

Recently Viewed Topics




© 2015