আজ ছিল আমার জন্মদিন.... - TopicsExpress



          

আজ ছিল আমার জন্মদিন.... যেনতেন নয়, এটা ছিল আমার লইফের বেস্ট বার্থডে..... আজ আমার জীবনের ২২ টা বছর পূর্ণ হলো... এই বার্থডে নিয়ে আমার সবথেকে বেশি প্লান ছিল..... বাট ঠিক ২ দিন আগে আমার জীবনে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে.... বাট যা-ই হোক আমি কোনদিন কল্পনাও করিনাই যে আজ আমার এই বিশেষ দিনটা এত সুন্দর কাটবে... যারা আমাকে উইশ করসে, সবাইকে ধন্যবাদ... But especially id like to thank the two closest people i know... My Fajil and My loving kaka ( Pial )..... আজ বুঝলাম যে তোমরা আমাকে কতটা লাভ কর... আজ থেকে জীবনকে চিনছি কারণ যা দেখার সব দেকছি, যা করার সব করছি... আজকের পরথেকে আমি শুধু আমাকে দেখব... আমার ক্যরিয়ারটাকে সুন্দর করার সময় চলে এসেছে..... তোমরা আমার জন্য দোআ করো.... আমি যেন জীবনের এই যুদ্ধ জিততে পারি..... ভালো থেকো সবাই..................
Posted on: Wed, 07 Jan 2015 17:06:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015