আজ জুম্মার দিন ৷ আজকের - TopicsExpress



          

আজ জুম্মার দিন ৷ আজকের দিনে কিছু আদব রয়েছে ৷৷ একজন মুসলমানকে অবশ্যই জুম্মার দিনের আদব মেনে চলতে হবে৷ অনেকগুলো আদব রয়েছে যার মধ্যে আমি পাঁচটি আদব বলব ৷ বাকিগুলো ইনশাআল্লাহ পরে বলব ৷ 1, জুম্মার দিনে গোসল করা, যাদের উপর জুম্মাহ ফরয তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসূল (সা) ওয়াজিব করেছেন ৷ (বুখারী: 877;878;880;897;898) 2, জুম্মার সালাতের জন্য সুগন্দি ব্যাবহার করা ৷ (বুখারী: 880) 3, উত্তম পোশাক পরিধান করে জুম্মাহ আদায় করা ৷ (ইবনে মাজাহ: 1097) 4, আগে ভাগে মসজিদে যাওয়া ৷ (বুখারী: 881; মুসলিম: 850) 5, মনোযোগ সহকারে খুৎবাহ শুনা ও চুপ থাকা -এটা ওয়াজিব ৷ (বুখারী: 934; মুসলিম: 857; আবু দাউদ: 1113, আহমাদ,230) আশাকরি আদব গুলো মেনে চলবেন ...!! {RT}
Posted on: Fri, 21 Jun 2013 08:08:42 +0000

Recently Viewed Topics




© 2015