(আজ থেকে প্রায় ৭০০ বছর - TopicsExpress



          

(আজ থেকে প্রায় ৭০০ বছর আগের একটি সত্যাশ্রিত গল্প) আন্দালুসিয়া(স্পেন) কে মুসলিমদের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য ক্রুসেডার খৃষ্টানবাহিনী প্রায়ই সেখানে গুপ্তচর পাঠাত সেখানকার অবস্থা যাচাই করার উদ্দেশ্যে। একবার এক গুপ্তচর স্পেন থেকে ফেরত এসে ক্রুসেড নেতাকে জানালো, “স্পেনকে আক্রমণ করার সময় এখনো আসে নি। ” নেতা জিজ্ঞেস করল, কেন? গুপ্তচর জবাব দিল, আমি যখন স্পেনের ইসলামিক রাষ্ট্রের গেটের কাছে গেলাম, দেখলাম একটা কমবয়সী বালক কাঁদছে। তার সাথে বাক্যালাপ ছিল এমনঃ গুপ্তচরঃ কাদঁছ কেন খোকা ? বালকঃ আমি ১০টা তীর ছুঁড়েছি কিন্তু একটা মিস হয় গেছে। গুপ্তচরঃ come on baby ! কাঁদার কি আছে ? আমি তো ১০টার মধ্যে ৫টাও পারি না। বালকঃ আমার খুব দুঃখ লাগে যদি আমি ১০টা ক্রুসেড সেনার মধ্যে একটা মিস হয়ে যায়। গুপ্তচরঃ (Oh no !!!) আমার কাজ আছে খোকা আমি এখন আসি … bye গুপ্তচর তাড়াতাড়ি সেখান থেকে চম্পট দিয়ে চলে আসল। ক্রুসেড নেতা বিশ্বাসই করলো না এমনটি হতে পারে, সে আরেক গুপ্তচরকে জিজ্ঞেস করে নিশ্চিত হল ঘটনা এমনই। আরো অনেক বছর পর সেই নেতা তার সেই গুপ্তচরকে আবার পাঠালো স্পেনের ইসলামিক রাষ্ট্রে। সে এবার স্পেনের গেটে এসে দেখল এক টিনএজার (teenager) কে কান্না করতে। তার সাথে সেই টিনেজারের বাক্যালাপ ছিল এমনঃ গুপ্তচরঃ whazz up man ! কাদঁছ কেন তুমি ? টিনেজারঃ আমার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে ভেগে গেছে, (ওঁয়া ওঁয়া) গুপ্তচরঃ Oh no ! তুমি তো smart guy ! come on man ! আরেকটি গার্লফ্রেন্ড জুটিয়ে নাও ! টিনেজারঃ (কাঁদতে কাদঁতে চোখ ফুলে গেছে) গুপ্তচরঃ আমি এখন আসি … see you … bye ! গুপ্তচর তাড়াহুড়া করে নেতার কাছে ফিরে গিয়ে চিৎকার করে জানালো, ”এবার সময় এসেছে স্পেনকে আক্রমণ করে মুসলিমদের থেকে ছিনিয়ে নেওয়ার”।
Posted on: Tue, 20 Aug 2013 13:59:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015