আজ থেকে শুরু হচ্ছে রাজউক - TopicsExpress



          

আজ থেকে শুরু হচ্ছে রাজউক কলেজের (MS) টিচারদের পরিচয় পর্ব। প্রথমেই শূরু করছি কেমেস্ট্রী ডিপার্টমেন্ট এর মাথা জনাব হারুন-অর-রশীদ স্যারকে দিয়া। প্রথম কথা তিনি সেই মানের পার্সোনালিটির অধিকারী। প্রথমদিকে তার ক্লাস চরম বোরিং লাগত :-/ পরে বুঝছি এইডা আসলে কি চিজ :o তিনি হলেন একজন স্ট্রেইট কাট জোকার। মানে তার সামান্য কথাতেই পোলাপান হা হা কইরা হাইসা দেয়.. এমন যোগ্যতা রাখেন। এতদিন তিনার অনেক কথাই ফেবুতে লিখেছি এখন পালা কিছু অপ্রকাশিত কথা লিখার, ১। ক্লাসে এক মেয়ে কেমেস্ট্রী বই ব্যাগে ঢুকাচ্ছে। তো স্যার তার দিকে আংগুল তুলে বলেন, এই মেয়ে এই! বই লুকিয়ে রাখছ কেন? এইডা কি ঈদের জামা পাইস আঁ? যে কেও দেখে ফেলবে! :v ২। সমগ্র কেমেস্ট্রী বই এর পেইজ নাম্বার কোথায় কোন প্যারায় কি আছে সব মুখস্ত তার :o এরকম প্রায় ই বলতেন, বই খুলো, ১৩২ নাম্বার পেইজে যাও। ওখানকার দ্বিতীয় প্যারার চতুর্থ লাইন টা কেটে দাও। এবার এর পরের লাইনের বোল্ড করে লেখা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ওইটারে টিক মারো। চলে আসো ৯৭ পৃষ্ঠায়.. ছক দেখো। ছকের ১ নাম্বারের মিথাইল অরেঞ্জ এর পাশে মিথাইল রেড বসাও। ওকে সব কিন্তু বই না দেখেই ৩। তার কাজ ছিল পেছনের বেঞ্চে বসা পোলাপান কে ক্লাসের শুরুতে সাম্নে আনা। এই সবাই সামনে চোলে আসো.. একদিন এক ছেলে সাম্নের বেঞ্চে এসে বসল এক্কেরে দেয়ালের কাছে চিপার ভিতরে। স্যার বললেন, হ্যাঁ যাও.. আরো যাও! দেয়াল ভেঙ্গে চলে যাও! গাঁধা পোলাফাইন একেকটা, ব্যাক্কল। কাইল্কা থেইকা আয়োডিন যুক্ত লবণ নিয়া আসব। বুদ্ধির বিকাশ হবে। ৪। ফল পাকলে যে এস্টারগুলা কাজ করে ওগুলা পড়াচ্ছেন, স্যার= বুজছো তো! সুন্দর বোতলে যে জুস খাও ওইটাতে আম পাকার জন্য দায়ী এস্টার থাকে। তাই স্বাদ আমের মতো.. আসলে আমের আ ও নাই! ছাত্র= তাইলে জুস খাইলে ক্ষতি কি স্যার? একই এস্টার ই তো খাইতাসি। স্যার= বিষয়ডা এমন না যে কচুশাকে আয়রন আছে দেখে তোমারে কাচা লোহার রড খাওয়াইয়া দিবো আর তুমি লৌহ মানব হইয়া যাবা। বিষয় টাএরকম। বুবুইইঝো তো? আইচ্ছা :3 ৫। তিনি ক্লাসে কম কমই পড়া নিতেন তবে প্রতি সপ্তাহেই এই পড়া নেওয়ার হুমকিটা থাকতই, আইচ্ছা আজকে পড়া নিলাম না, কিন্তু ন্যাক্সট ডে তে আমি সাবধান করে দিচ্ছি, ন্যাক্সট ডে তে পড়াগুলি কম্পলিট করবা। আমি ধরব। না পারলে ১০০ বার কান ধরে উঠবস করাবো। উঠবা বসবা একবার। এভাবে ১০০ বার। আফসোস তার ন্যাক্সট ডে কুনুদিন ই আসে নাই :v [[ আসলে তার সমস্ত ডায়লগ গুলা লেখলে একটা পুরা দুই ভলুমের মহাকাব্য হয়ে যাবে। তাই এগুলাই যথেষ্ট আপাতত]] সপ্তাহের দুইটা দিন বৃহস্পতি ও শনিবার তার ক্লাসের জন্য পুরাটা সপ্তাহ অপেক্ষা করতাম। কোচিংএ আমাদের ফর্মে ক্লাস নেন নাই। আফসোস আর তার ক্লাস করা হয় নি :-( অনেক মিস করব তাকে। আর একটা ক্লাস করব বলে অঅনেক দুঃখি ছিলাম আর তার কার্বন কপি প্রত্যুষ আর মেজবা তার নকলে আমার থেকে ৫ ধাপ আগাইয়া! কেও চাইল্ব এদেরকে add করতে পারে। বিনুদুন পাবেন। স্যারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। #respect
Posted on: Tue, 22 Jul 2014 18:23:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015