আজ নীরবতা কে ভালোবাসি - TopicsExpress



          

আজ নীরবতা কে ভালোবাসি আমি ভালোবাসি আমার একাকীত্বতা কেও কেন জানো ?? কারণ আমার নীরবতা টুকু আমি তোমায় ভালোবেসে পেয়েছিলাম তোমাকে কাছে চেয়েছিলাম , একান্ত কাছে চেয়েছিলাম বলেই আজকের এই একাকীত্বতা , আমার কষ্ট হয় না তোমাকে হারিয়েছি বলে কষ্ট হয় তুমি আমার ভালোবাসা টুকু অবহেলার একটা বিরাট চাঁদরে ঢেকে দিয়েছ বলে , জানো এখন ঐ চাদরের নিচে গুমরে গুমরে কাঁদে আমার স্বপ্ন গুলো এই স্বপ্ন গুলো চিৎকার করে বাঁচতে চায় ওরা এই স্বপ্ন গুলো আবার ভালোবাসা নামের এ অনুভূতি কে আঁকড়ে ধরে নতুন করে বেঁচে উঠতে চায় |
Posted on: Sat, 07 Sep 2013 16:24:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015