আজ রূপসী বাংলা হোটেলে - TopicsExpress



          

আজ রূপসী বাংলা হোটেলে জামায়াতের ইফতারে এসেছেন খালেদা জিয়াসহ প্রায় কয়েক ডজন জাতীয় নেতা। অতিথিদের নাম নয়, হোস্টদের নামের তালিকার দিকে একটু দৃষ্টিপাত করুন। সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, আবদুল হালিম, ডা. রেদওয়ান উল্লাহ শাহিদী, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, শাহজাহান চৌধুরী, আনম শামসুল ইসলাম, এমপি, প্রচার সম্পাদক অধ্যাপক মতিউর রহমান আকন্দ, আইন সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম, জাহিদুর রহমান। হোস্টদের নামগুলো বললাম এ কারণে যে, যে দলটির শীর্ষ নেতারা ফাঁসি অথবা যাবজ্জীবনের প্রহর গুনছে, যে দলের প্রায় সব নেতা হয় জেলে নয়তো আত্মগোপনে সেই দলের এই নেতারা কয়েক ডজন মামলা, জেল-রিমান্ডের ভয়কে উপেক্ষা করে আজ একটা সাকসেসফুল ইফতার পার্টির আয়োজন করে দেখিয়ে দিয়েছে দলটি আসলেই বাঘের বাচ্চাদের দল। এত জুলুম-পীড়নকে উপেক্ষা করেও পাহাড়সম শক্ত নার্ভ নিয়ে রাজনীতি করা বাংলাদেশে কোন দলের পক্ষেই অতীতে সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে কিনা জানি না। সাবাস জামায়াত। আদি থেকেই পৃথিবী ভীরুদেরকে দূরে নিক্ষেপ করেছে আর সাহসীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। আলহামদুলিল্লাহ, সুখবর এটাই যে, জামায়াত ধীরে ধীরে বাংলাদেশের মানুষের ফুলের মালা পাবার যোগ্য হয়ে উঠছে। Optimistic Rokon
Posted on: Sun, 21 Jul 2013 05:16:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015