আজ সকালে আমাদের বিল্ডিঙে - TopicsExpress



          

আজ সকালে আমাদের বিল্ডিঙে দেখি হঠাৎ হুলুস্থুল, চেঁচামেচি। রুম থেকে বের হয়ে আসলাম। আমার বাবা কোন রকমে শার্ট পড়তে পড়তে আমার দিকে দৌড়িয়ে আসল। তারাতারি রেডি হও। কেন? উপর তালায় যেতে হবে , তোমার আঙ্কেল কে তাঁর ছেলে মেরে ফেলছে !! তারাতারি চল ... আমাদের উপর তলায় , বাংলাদেশের বিখ্যাত একজন আদম ব্যবসায়ী থাকেন। তার একমাত্র ছেলেটি মাদকাসক্ত। দৌড় দিয়ে গেলাম উপরে। দেখি ছেলেটা একটা বন্দুক হাতে সারা ঘরে ছুটাছুটি করছে আর একটু পরে বাবার রুমের দরজায় দুম দুম করে লাথি দিচ্ছে। বের হ হারামজাদা , আজ তোকে মেরেই ফেলব !!! সাথে আরো অনেক অশ্লীল গালি গালাজ । আর রুম আটকিয়ে বাবা হাউমাউ করে কাঁদছে আর একটু পরপর বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছেন। আর তার মা এক গ্লাস জুস নিয়ে তাঁর পিছন পিছন দৌড়াচ্ছে আর বলছে, বাবা একটু জুস খাও , মাথা ঠাণ্ডা কর। মায়েরও ঠোটের কোনায় রক্ত! আমি হাসব না কাঁদব বুঝে উঠতে পারছিলাম না। ওই ছেলের সাথে আমার সম্পর্ক ভালই , তাই তাঁকে কোন ভাবে ঠাণ্ডা করলাম। জিজ্ঞেস করলাম ঘটনা কি? সে বলে , ওই হারামজাদা আমাকে টাকা দেয়না । তাই একটু ভয় দেখাচ্ছি। একটা হাসি দিয়ে বলল , এটা আসল বন্দুক না , খেলনা !! তাকে ঘর থেকে বের করে নিচে নিয়ে গেলাম। একটু পর দেখি তার মা তাকে বারান্দা থেকে ডাকছে। সে গেল বারান্দার কাছে। মা উপর থেকে ৫০০০০ টাকার একটা বান্ডিল ফেলল। সে টাকা নিয়ে, গাড়ী করে শাঁই চলে গেল নেশা করতে। আবার উপর তালায় গেলাম। আঙ্কেল দেখি হায় হায় করছেন আর বলছেন "কেন আমার উপর এই বিপদ , কেন আল্লাহ আমাকে এতো বড় শাস্তি দিচ্ছেন? " আমি বললাম , আঙ্কেল , এটা আপনার নিজের হাতেরই অর্জন, আপনি গরিব মানুষদের ধোঁকা দিয়ে , শত শত যুবকের জীবন নষ্ট করে , কত পরিবার ধ্বংস করে আজ কোটিপতি হয়েছেন। আপনি কি ভেবেছিলেন ওই মানুষের কান্না ভেজা টাকায় আদর্শ সন্তান বড় করছেন? যে গাছের গোড়ায় বিষাক্ত সার দিয়েছেন, সে গাছের ফল তো বিষাক্তই হবে। এই চিত্র আজ বাংলাদেশর বেশির ভাগ ধনি পরিবারের। কয়েকদিন পরপর খবরে আসে অমুক বিখ্যাত লোকের ছেলে পানিতে ডুবে, রোড এক্সিডেন্টে , আত্মহত্যা করে মারা গেছে। একটা জিনিশ খেয়াল করবেন , সবচেয়ে বেশি পাগল দেখা যায় আগেরকার দিনের জমিদার পরিবার গুলোতে। এবং তুলনামূলকভাবে প্রতিবন্ধি শিশু বা সন্তানও কিন্তু ধনী পরিবারে বেশি। তাই কারো অধিকার মেরে খাবেন না। যারা মানুষের টাকা মেরে খায়, জুলুম করে বড়লোক হয় , তাদের শাস্তি কিন্তু দুনিয়াতেই শুরু হয়ে যায়। এবং এই হারাম টাকার অভিশাপ কয়েক কিন্তু অনেক জেনারেশানেও যায়না...।
Posted on: Tue, 08 Oct 2013 07:48:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015