আজ হোক- কাল হোক পার্বত্য - TopicsExpress



          

আজ হোক- কাল হোক পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হওয়ার পথে তবে এই নিয়ে আমাদের কারোরই তেমন মাথা ব্যাথা নেই। একমাত্র মহান আল্লাহর বিশেষ সাহায্য ছাড়া পার্বত্য চট্টগ্রামকে ধরে রাখা এদেশের পক্ষে কখনই সম্ভবপর হবে না।শান্তি চুক্তি এই দেশকে এক মহা-অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। সাম্রাজ্জবাদী খ্রিস্টানদের নেক নজরও কিন্তু সেখানে ভালভাবেই সক্রিয় আর প্রথম আলো গোষ্ঠী তো আছেই!.................. প্রশ্ন হল, উপজাতিরা যদি পার্বত্য চট্টগ্রামের বাইরে বাংলাদেশের অন্য জায়গায় জমি কিনতে পারে তবে বাঙ্গালীরা কেন পার্বত্য চট্টগ্রামে স্বাধীন ভাবে জমি কিনে ভূমির মালিকানা লাভ করতে পারবে না?!!! ওহ, তারা নাকি আবার উপজাতি নয় বরং আদিবাসী!! এদেশে বাঙ্গালীরা হাজার বছর ধরে যেমন আছে তেমনি আছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী গুলোও । তাই যে সব হারামি মিডিয়া গুলো এই অপপ্রচার চালাচ্ছে তারা এই দেশে সাম্রাজ্যবাদীদের এজেণ্ডাই বাস্তবায়ন করছে। যেই বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষী মিশনে বিদেশীদের এক নম্বর চয়েজ সেই সেনাবাহিনী ক্যাম্পই উচ্ছেদ করতে করতে হল??? যেই বিজিবি দেশ পাহারা দিবে সেই বিজিবির ক্যাম্প সীমান্তে থাকলেও নাকি মহা-সমস্যা!!... বিদেশী অর্থায়নে পরিচালিত এন,জি,ও গুলো পাশাপাশি বাড়ির উপজাতির বাড়িতে টিউব-অয়েল বসিয়ে দিলেও ওই উপজাতির হত দরিদ্র বাঙ্গালী প্রতিবেশির ভাগ্যে তা জোটে না। আপনি যদি রবিবার দিন ওই জেলাগুলোতে যান দেখবেন দল বেধে হাজার হাজার উপজাতীয়রা গির্জায় যাচ্ছে- অর্থাৎ খৃস্টান অধ্যুষিত আরেকটি স্বাধীন পূর্ব-তিমুর/দক্ষিন সুদান বানানোর কাজ মহাসমারোহে এগিয়ে চলছে। আসুন, আমরা হাসিনাকে শান্তিতে নোবেল প্রাইজ প্রদানের জোর দাবি তুলি!!!!!!! পার্বত্য চট্টগ্রাম যেদিন আলাদা স্বাধীন রাষ্ট্র হইবে সেইদিন শেখ হাসিনার নামে নোবেল প্রাইজ sanction ও হয়ে যাবে বলে আমার বিশ্বাস।
Posted on: Wed, 25 Sep 2013 00:23:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015