আজকে আমার নিজের সম্পর্কে - TopicsExpress



          

আজকে আমার নিজের সম্পর্কে একটু প্যাকপ্যাক করি। আইডিয়াটা মাহমুদ ফয়সাল ভাইয়ার কাছ থেকে চুরি করা। অবশ্য, আমি কিছু বাচ্চাকাচ্চা টাইপ জিনিস দিয়ে শুরু করি। লিস্টটা কিন্তু লম্বা হবে বলে দিলাম। প্রিয় ফুলঃ- গন্ধরাজ। প্রিয় ফলঃ- লিচু। :P প্রিয় রঙঃ- সব ধরনের হালকা রং। কালো ভালোবাসি না একদমই, তবে গাঢ় নীলের প্রতি ভালোবাসা। প্রিয় মানুষঃ- আমার কুটুস কুটুস ভাইটা, ইমন, আর দুনিয়ার যাবতীয় সব পিচ্চিকাচ্চাগুলা। :D প্রিয় স্থানঃ- আগে ছিল স্কুল, এখন নিজের বেডরুমটা। প্রিয় বইঃ- হুমায়ূন স্যারের সব বই। টোয়াইলাইটের প্রেমে পড়েছি খুবই সাম্প্রতিক অথচ জিনিসটাকে দেখতে পারতাম না একদমই! পথের পাঁচালি যেমন মুগ্ধ করে, তেমনি শাহরিয়ার কবিরের নুলিয়াছড়িও টানে খুব। প্রিয় লেখকঃ- হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, আবদুল্লাহ আবু সায়ীদ, শাহরিয়ার কবির। প্রিয় খাবারঃ- সেরকম স্পেসিফিক কিছু নেই। আইসক্রিম, চকলেট তো সবাই-ই ভালোবাসে। প্রিয় সময়ঃ- বর্ষণ, মধ্যরাত। প্রিয় স্মৃতিঃ- ২০০৯ সালটা। সেই বছরটা যেমন ছিল অফুরন্ত প্রাপ্তির সময়, তেমনি জীবনের সব প্রেরণাদায়ী মানুষে ঘিরে ছিলাম সেসময়টা। মানুষের যে গুণটা সবচেয়ে পছন্দ করিঃ- সততা, কৃতজ্ঞতাবোধ, সারল্য। যে গুণটা সবচেয়ে অপছন্দ করিঃ- উপরে যা আছে তার উল্টোটা, মিথ্যে বলাটা এ্যাড হবে সাথে, কারও সত্যবাদিতা ঠিক ধরতে পারি না। অবলীলায় বিশ্বাস করে ফেলি সব কথা। প্রিয় গায়কঃ- দেশে- সামিনা, তপু, বাপ্পা, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মোহাম্মদ। বিদেশে- Travis, The Corrs, Brain Adams, Jaci Velasquez, Avril, Faber Drive, Shreya ghoshal, Shaan, Sonu Nigam, Rahat Fateh Ali Khan, Kailash Kailash Kher. প্রিয় সিনেমাঃ- Lara Croft Tomb Raider: The Cradle of Life, The Chronicles of Narnia, Max Payne, Bedtime Stories, Penelope, The Mummy Series, Snow White, Horton Hears a Who!, Bridge to Terabithia, National Treasure: The Book of Secrets, Hum Tum, Kabhi Alvida Naa Kehna, Walt Disney Pictures Present The Little Mermaid, Nemo, Harry Potter, Rang De Basanti, Twilight, Signs, X-men, Men In black, শ্যামল ছায়া ও নন্দিত নরকে। প্রিয় গানঃ- সব ধরনের গানই ভালো লাগে। নাথিং স্পেসিফিক! প্রিয় শখঃ- বই পড়া। ভালোবাসি, ভালোবাসিঃ- (১) একসময় মানুষকে খুশি রাখতে পছন্দ করতাম। এখন তা আর করি না। মিথ্যা কথা প্রচুর বলি, মাঝে মাঝে সত্য বলি, যা উপলব্ধি করি, তাই বলি। Like to express myself in proper way. (২) সাধারণ থাকতে ভালোবাসি। অতিরিক্ত কিছুই পছন্দ করি না। (৩) বাচ্চাদের। দু একটা বাচ্চা ধারেকাছে থাকলে আমার কিছুই মনে থাকে না। (৪) বই পড়তে, গান শুনতে, লিখতে। একসময় আঁকতে ভালোবাসতাম, এখন আর ভালো লাগে না। যেগুলো ছাড়া চলতে পারব নাঃ- ঠিক চলতে পারব না বলা চলে না। চলতে কষ্ট হবে। নেট, স্পেসিফিক বললে, আমার অন্দরমহল। আমার দুঃসহ সময়টা এখানে কাটাই। মাঝেমাঝে মনে হয়, জিনিসটা বাস্তবেই আছে! পড়ার বাইরে যা যা করিঃ- লেখালেখিটাই এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি। আগে করতাম- আঁকাঝোঁকা, আবৃত্তি, খুব সামান্য অভিনয়, নাচ। আমার দৃষ্টিতে আমার যা কিছু ভালোঃ- স্পষ্টবাদিতা। যা কিছু মন্দঃ- জেদ, অভিমান, রাগ, রেগে গেলে সহজে আগে হার মানতাম না, এখন কেন যেন মানি!, রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। নিজের যে দিকগুলো পরিবর্তন করতে চাইঃ- ওপরে যে গুলো আছে,অভিমান বাদে। মাঝে মাঝে অভিমানটা খুব দরকারি। আর, সহজে মানুষকে বিশ্বাস করে ফেলা। লিস্টটা বেশি লম্বা হয়ে গেল। শেষ আপাতত। আর কিছু জানার আছে কি?
Posted on: Tue, 16 Sep 2014 04:25:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015