আজকে সকালে উঠে দেখি যে - TopicsExpress



          

আজকে সকালে উঠে দেখি যে আমার এক বন্ধু আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ।ব্যাপার না । কিন্তু খারাপ লাগছে এই কারনে যে তার ফেসবুক আইডি আমি খুলে দিয়েছি, ইমেইল আইডিও খুলে দিছি ।শুধু এইটাতেই সীমাবদ্ধ না তাকে জিপি আর বাংলালিংক সিমে ফ্রী ইন্টারনেট (আনলিমিটেড) করে দিয়েছি ।তার উপর তাকে সকল রকমের সফটওয়্যার/কালেকশন ও দিয়েছি ।আর সেই বন্ধু এখনও আমার দেওয়া ফ্রী নেট চালাচ্ছে ।অবাক দুনিয়ার আজব মানুষ আমি । মানুষের খুব বেশি উপকার করতে নেই কখনো ।ভয় নেই বন্ধু তোর নেট বন্ধ হয়ে গেলে আবার আসিস আবার ঠিক করে দিব বিনামূল্যে ।
Posted on: Mon, 14 Oct 2013 04:41:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015