আদরের এক ডজন- যারা আদরে - TopicsExpress



          

আদরের এক ডজন- যারা আদরে লেখা দিতে চাইছেন তাদের আদরের কোথায় কোথায় লেখা দেওয়া যাবে সে ব্যাপারে একটু বিস্তারিত বলে নি। অনেকেই চাইছেন, এটা সবার সুবিধার্থে। বন্ধুরা অনুগ্রহ করে শেয়ার করবেন তাহলে এটা সবার কাছে পৌঁছতে পারবে। ১) আমাদের হোমপেজ- এখানে দুই/তিন/চার লাইনের কবিতা দিয়ে কবিতাকার্ড বানিয়ে স্লাইড শো করা হচ্ছে। এখানে আপনি আপনার কবিতা আমাদের পাঠাতে পারেন (দুই/তিন খুব বেশি হলে চার লাইন), কিংবা কবিতাকার্ড বানিয়ে পাঠাতে পারেন। কবিতা কার্ড পাঠাতে হলে আমাদের ইমেলে পাঠান বিষয় লিখুন কবিতাকার্ড। mail- adorernauka@gmail ২) ইবুক- আপনি যদি আপনার ইবুক টি আদরে প্রকাশ করতে চান তাহলে আমাদের বইটির পিডিএফ মেইল করুন। দরকার হলে আপনার প্রকাশিত বইটিও পিডিএফ আকারে প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে প্রকাশকের সাথে কথা বলে নেবেন প্লিজ। কোন রকম জটিলতা যাতে ভবিষ্যতে না আসে। ৩) ব্লগ- সম্পূর্ণভাবেই আমন্ত্রণমূলক। যারা আদরে বেশ কিছুদিন লেখালেখি করছেন তাদের জন্য। এক্ষেত্রে আমরাই যোগাযোগ করে নেব। ৪) ফিল্ম এবং বই রিভিউ- আপনি যদি আপনার বই রিভিউ করাতে চান আমাদের মেইল করুন। বা আদরের নৌকার ফেসবুক পেজের মেসেজ বক্সে জানান। আমরা আমাদের ঠিকানা দিয়ে দেব। যদি বইটির পিডিএফ পাঠাতে পারেন সব থেকে ভাল। নইলে বইটি আমাদের ঠিকানায় পাঠাতে হবে/ কারও বই রিভিউ যদি আপনি করে আমাদের পাঠাতে চাইছেন, সেক্ষেত্রে আমাদের ইমেলে পাঠান, সঙ্গে বইটির প্রচ্ছদটি jpg ফরম্যাটে পাঠাতে ভুলবেন না। সিনেমা রিভিউ করতে চাইলে আমাদের ইমেলে পাঠিয়ে দিন। ৫) ফিল্ম এবং বই প্রিভিউ- আপনি কি শর্ট ফিল্ম বা ফিল্ম বানান? সেক্ষেত্রে আপনি আপনার কাজটি প্রকাশের আগে আমাদের ওয়েবসাইটে কাজটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন ফিল্মপ্রিভিউ সেকশনে। যদি আপনার বই আসতে চলেছে খুব শিগগিরি সেক্ষেত্রে আপনার বইটি সম্পর্কেও আমাদের জানান, আমাদের ইমেলে। ৬) এমাসের কবি- সম্পূর্ণভাবেই আমন্ত্রণমূলক। ৭) ওয়েবম্যাগ- প্রতিমাসে আদরের নৌকার ওয়েবম্যাগ প্রকাশিত হয়। একমাস আগে পরবর্তী ওয়েবম্যাগের বিষয় জানানো হয়। সেইমত লেখা পাঠান আমাদের ইমেলে। লেখা সবাই পাঠাতে পারেন, তবে অভ্র কিবোর্ডে লিখে doc or docx ফরম্যাটে। বাঙলায় লিখে মেইল বডিতেও পাঠাতে পারেন। ৮) পাঁচফোড়ন- বিভিন্ন বিষয়ের সাথে পাঁচফোড়নে থাকবে আপনাদের তোলা ফটো, এমনকি রেসিপিও। যদি দুর্দান্ত কোন রেসিপি আপনার জানা থাকে এবং সেটা আপনার একান্তই নিজস্ব তাহলে সেটি আমাদের মেইল করুন। রান্নার ছবি দিতে ভুলবেন না যেন। ৯) উড়ান- আমাদের পরবর্তী প্রজন্মের সম্পাদনায় একটি এক পেজের কবিতার ওয়েবম্যাগ।উড়ান প্রকাশিত হলে আমরা আপনাদের জানাব কিভাবে এখানে লেখা পাঠাবেন। ১০) ধারাবাহিক লেখাপত্তর- আপনি কি ধারাবাহিক উপন্যাস লিখতে চান? প্রতি ১৫ দিনে আদর আপনার উপন্যাসের একটি করে কিস্তি প্রকাশ করবে। উপন্যাসটি মেইল করুন আমাদের। এছাড়াও প্রতি উইকএন্ডে দুটি কিস্তিতে একটি সম্পূর্ণ গল্প আমরা প্রকাশ করি। যদি আপনার গল্পের শব্দসংখ্যা ৩০০০ কিংবা তার বেশি হয়, তাহলে গল্পটি আমাদের মেইল করুন। মনোনীত হলে প্রকাশিত হবে। ১১) চাদ্দিকে যা হচ্ছে- শুধু সাহিত্য করলে তো হবে না। সমাজ বা খেলাধুলো সব দিকেই সমান চোখ কান খোলা রাখতে হবে। এই বিষয়ে লিখতে হলে আমাদের চাদ্দিকে যা হচ্ছে বিভাগটি দেখুন, লেখা পাঠান ওই একই মেইল আইডিতে। এই বিভাগটি সারামাস সচল থাকে সুতরাং যে কোন দিন লেখা পাঠান। ১২) এই সময়ের গদ্য পদ্য- আপনার প্রবন্ধ বা নতুন কোন চিন্তাভাবনা পাঠান এই বিভাগে। এই বিভাগটিও সারামাসের জন্য। আদরের নৌকার বিভিন্ন বিষয় দেখার পদ্ধতি। সাথের ফটোটি দেখুন। বিভিন্ন বিষয়ের কাছে আপনার কার্সরটি নিয়ে যান, ড্রপ ডাউন মেনু থেকে সেই বিষয়ে প্রবেশ করুন। যদি ড্রপডাউন মেনু না থাকে তাহলে সরাসরি প্রবেশ করুন। হোমপেজের নীচের লিঙ্কগুলিতে সরাসরি প্রবেশ করতে পারবেন। পড়ুন, আদর সম্পর্কে আপনার যা যা সাজেশন আছে আমাদের জানান। এই পত্রিকাটি আপনাদের, আপনারাই আমাদের আগে নিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের ইউ আর এল aadorernouka.in
Posted on: Thu, 21 Aug 2014 07:12:17 +0000

Trending Topics



;">
Avalanșa de ură viscerală, de blesteme, suduieli și tîmpenie

Recently Viewed Topics




© 2015