[আপডেট] [রম - TopicsExpress



          

[আপডেট] [রম কাস্টমাইজেশন] গ্র্যাভিটি বক্স- লেটেস্ট ভার্সন (এক্সপোসড ফ্রেমওয়ার্ক) Gravity Box (KK & JB)- Best Xposed Framework Module. (All Features Unlocked- Latest Update) এন্ড্রয়েডে বিগিনার লেভেলের কাস্টমাইজেশন/মোডিফিকেশনের জন্য Xposed Framework অনেক জনপ্রিয়। এবং নিঃসন্দেহে বলা যায় Gravity Box হল Xposed এর সবচেয়ে জনপ্রিয় Module. কেননা এতে AOSP (Or Closed To AOSP) ROM এর জন্য রয়েছে দারুণ দারূণ অনেকগুলো কাস্টমাইজেশন, মোডিফিকেশন আর টুইকিং অপশন। বর্তমানে এতে প্রায় ১৫ রকম টুইক ক্যাটাগরি আর প্রায় ৫০ টিরও বেশি কাস্টমাইজেশন অপশন রয়েছে। Gravity Box এর হাইলাইটেড কিছু ফিচার- .: এক্সপান্ডেড ডেস্কটপ মোড .: স্ট্যাটাসবার কুইক-সেটিংস / টাইল ম্যানেজমেন্ট .: লকস্ক্রিন স্টাইল .: স্ট্যাটাসবার আইকন কালারিং .: স্ট্যাটাসবার ব্রাইটনেস কন্ট্রোল .: স্ট্যাটাসবার এক্সট্রা কুইক-সেটিং আর টগল টাইলস (সিঙ্ক, ওয়াই-ফাই, টর্চ, নেটওয়ার্ক মোড, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড, স্লিপ টাইম-আউট, জিপিএস, রিংগার মোড, ভলিউম কন্ট্রোল, ক্যামেরা ইত্যাদি) .: কুইক-সেটিংস ডাইরেক্ট পুল-ডাউন/অটো সুইচ .: স্ট্যাটাসবার সেন্টার ক্লক .: ব্যাটারি ইন্ডিকেটর স্টাইল .: নেভিগেশন বার কাস্টমাইজ .: নোটিফিকেশন এলইডি কন্ট্রোল .: এডভান্সড পাওয়ার মেনু (রিবুট, রিকভারি, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড ইত্যাদি) .: ভলিউম-কি কমান্ড কাস্টমাইজেশন .: লাঞ্চার টুইকস .: ডায়ালার টুইকস .: বাটন ব্যাকলাইট মোড .: নোটিফিকেশন ড্রওয়ার স্টাইল (ব্যাকগ্রাউন্ড কালার, কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্সি ইত্যাদি) .: রিংটোন এবং নোটিফিকেশন ভলিউম আনলিংক অপশন .: এক্সপান্ডেবল ভলিউম প্যানেল .: হার্ডওয়্যার নেভিগেশন কি কমান্ড মোডিফিকেশন (লং প্রেস, ডাবল ট্যাপ) .: লকস্ক্রিন কাস্টমাইজেশন (রোটেশন, কাস্টম ব্যাকগ্রাউন্ড, উইজেট ইত্যাদি) .: স্মার্ট রেডিও নেটওয়ার্ক কন্ট্রোল .: মিডিয়া টুইকস .: সেটিংস মেনু টুইকস এসব বেসিক কাস্টমাইজেশন অপশন ছাড়াও এতে অন্য কিছু AOSP রমের ফিচারও রয়েছে। যেমন সায়ানোজেন রমের লকস্ক্রিন টুইক, প্যারানয়েড এন্ড্রয়েডের পাই কন্ট্রোল, AOSP ভলিউম রকার কমান্ড কন্ট্রোল ইত্যাদি। এছাড়াও আরও অনেক। Gravity Box এর মেইন এডভান্টেজ হল ইউজার রমের কোন ফাইল ডাইরেক্ট মোডিফাই করা ছাড়াই এত সব রম কাস্টমাইজেশন করতে পারেন। এতে কোন কিছুতে কোন গড়মিল হলেও ইউজার চাইলেই একটি নির্দিষ্ট উপায়ে আবার পূর্বের ডিফল্ট সেটিং-এ ফিরে যেতে পারবেন যখন খুশি তখন। Gravity Box কোন একক অ্যাপ নয়, এটা ব্যবহার করতে হলে আবশ্যই রুট একসেস আর Xposed Framework ফোনে ইন্সটলড থাকতে হবে। ডাউনলোড জেলিবিন ইউজারদের জন্য is.gd/XrYYb4 কিটক্যাট ইউজারদের জন্য is.gd/dO9Hjn Xposed Framework & Gravity Box Installation ১. রুট ২. ইন্সটল Xposed Framework APK ৩. এনাবল Xposed Framework (Open Xposed>Open Framework Tab>Tap on Install/Update>Reboot Device) ৪. ইন্সটল Gravity Box ৫. এনাবল Gravity Box In Xposed (Open Xposed>Open Module Tab>Enable Gravity Box>Reboot Device) Done! Warnings: ১. সকল প্রকার কাস্টমাইজেশন/মোডিফিকেশন নিজ দায়িত্বে করুন। ২. Must Install Xposed & Gravity Box In Phone Storage (Not In SD Card) ৩. May Not Work On Roms Which Are Vastly Customized By Device Manufacturers ৪. কাস্টম রমের সাথে ব্যবহার করা উচিত হবে না। ৫. যে কোন কিছু করার আগে ভালভাবে জানুন- কি করছেন আর এতে কি হতে পারে। ৬. রুট করার পর প্রথম কাজ- নিজের রম ব্যাকআপ করে নেওয়া। ভবিষ্যতে রুট আর Xposed নিয়ে বিস্তারিতভাবে লিখার চেষ্টা করব। [Like & Share Or You May Miss Other Exciting Updates Of Our Page) -[OKS]
Posted on: Sun, 19 Oct 2014 16:17:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015