আপনি কি - TopicsExpress



          

আপনি কি উচ্চশিক্ষার লক্ষ্যে বিদেশে পড়াশুনা করতে চান ? তাহলে জেনে নিন আপনার Study option সমূহঃ # # আপনার স্বপ্ন কি ইঞ্জিনিয়ার হওয়া ? # # চীন :- বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ এখন চীন। Aeronautical Engineering এর জন্য চীন বিশ্বের সর্বশেষ্ঠ দেশ। তাছাড়া আপনি স্কলারশিপ সহ Mechanical, Hydrolic Engineering (HE), EEE, CSE, Civil Engineering এ পড়তে পারেন চীনের সরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও পড়ার খরচ কম এবং সারা পৃথিবী থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চীনে আসার কারনে বাংলাদেশী Engineering-এ পড়তে ইচ্ছুক ছাত্র/ ছাত্রীদের জন্য চীন উল্লেখযোগ্য। Admission Time: March , September খরচ :- ৬-১২ লাখ টাকা (৪ বছরে Hostel খরচসহ) India :- India B.Tech (Engineering) উপমহাদেশের অনেক বিখ্যাত।পরিসংখ্ যান মতে 36% NASA Scientists এবং 38% Microsoft Engineers ইন্ডিয়ান। কম খরচে, উন্নত শিক্ষার কারনে India কেও রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। Admission Time: August/ September (বছরে মা্ত্র ১ বার)তবে January তে English course সহ ভতি হবার সুযোগ রয়েছে। খরচ :- ৩.৫-৮ লাখ টাকা (৪ বছরে) মালয়েশিয়া :- আপনি যদি Software Engineering, Electrical, Mechanical, Automobile, Computer, Aerospace, Engineereng পড়তে চান, তবে Malaysia কে বেছে নিতে পারেন। পড়াশুনার পাশাপাশি কাজের সুযোগ, ভিসার নিশ্চয়তা, Credit Transfer করে UK, Australia, USA তে যাবার সুযোগ থাকাতে মালয়েশিয়া এখন সবচেয়ে আকর্ষণীয় দেশ। Admission Time: March, June, September. খরচ :- ১০-১৫ লাখ টাকা (৩ বছরে) # # আপনার স্বপ্ন কি ডাক্তার হওয়া ? # # চীন :- আপনার স্বপ্ন যদি হয় ডাক্তার হবার তবে চীন হতে পারে আপনার কাংখিত দেশ। বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে পড়তে যেখানে ২৫-৪০ লাখ টাকা খরচ হয় সেখানে চীনের শত বছর পুরাতন সরকারী মেডিকেল ইউনিভার্সিটিগুল োতে আপনি বাংলাদেশের থেকেও কম খরচে বিশ্বমানের MBBS পড়তে পারেন। চীনের Medical Degree বাংলাদেশের Government এবং WHO কর্তৃক Approved Medical Degree। তবে বিদেশি স্টুডেন্টদের আসন সংখ্যা সীমিত এবং দেড়িতে সিদ্ধান্ত নেবার কারনে অনেক বাংলাদেশি স্টুডেন্টই চীনে MBBS পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। Admission Intake: March, September আনুমানিক খরচ: ২০ থেকে ৩০ লাখ টাকা (৫ বছরে Hostel খরচ এবং Yearly Installment সুবিধা সহ) # # আপনার স্বপ্ন কি BBA অথবা MBA নিয়ে পড়াশুনা করা? # # আপনি যদি বিজনেস এ উচ্চ শিক্ষা নিতে চান তবে আপনার জন্য অনেক Option রয়েছে। UK:- বিজনেস পড়ার জন্য UK Best । এখান থেকে BBA এবং MBA করে আসতে পারেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশুনা করলে পার্টটাইম কাজের বৈধ অনুমতি পাওয়া যায় এবং UK এর Visa পাওয়া অন্যান্য যে কোন দেশের থেকে সহজ। UK তে বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে আপনার বাৎসরিক ৬-৮ লাখ টাকা খরচ করতে হবে যা আপনি Part Time কাজ করে মেটাতে পারেন।এবং IELTS Min 5.5 থাকতে হবে। Bank Sponsor ১২-১৫ লাখ টাকা দেখাতে হবে। মালয়েশিয়া :- আপনি যদি IELTS করতে না চান এবং Bank Sponsor না দেখাতে চান তবে মালয়েশিয়াতে পড়তে পারেন এখানে আপনি UK এর Degree ই পাবেন UK এর অর্ধেক খরচে। ভিসার ব্যাপারেও অনিশ্চয়তা নেই। পার্টটাইম কাজের সুযোগ রয়েছে। Admission Time: January, March, June, September. খরচ :- ৭-১২ লাখ টাকা (৩বছরে) India :- IELTS এবং Bank Sponsor ছাড়া আপনি Apply করতে পারেন এবং সর্বনিম্ন খরচে India তে বিশ্বমানের শিক্ষা নিতে পারেন। Admission Time: June–August. খরচ :- ২-৫ লাখ টাকা (4বছরে) Newzealand :- NewZealand-এ আপনি Business এর উপর পড়াশুনা করতে পারেন এবং ৩ বছর পরে Citizenship এর জন্য Apply করতে পারেন। Newzealand-এ আপনার IELTS Min 5.5 থাকতে হবে এবং ব্যাংকে মিনিমাম ২৫ লাখ টাকা দেখাতে হবে। প্রথম বছর Tuition Fee Min ৯ লাখ টাকা লাগবে। এছাড়া ইউরোপ এর দেশ Cyprus কেও আপনি Business পড়ার জন্য পছন্দের তালিকায় রাখতে পারেন। সহজে ভিসা, পার্ট টাইম কাজের সুযোগ এবং Permanent Residence এর সুযোগ থাকায় উচ্চশিক্ষার জন্য Cyprus এখন বেশ আকর্ষণীয়। আপনার একটি প্রজ্ঞাপূর্ণ ও সাহসী সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে। HT Global আপনার স্বপ্ন পূরণে সহায়তাকারী হিসেবে পাশে থাকবে। বিস্তারিত জানতে অথবা খরচ সম্পর্কে জানতে আপনার Result লিখে Text করুনঃ 016140 444 03 এই নম্বরে । আমরাই ফোন করে আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। অথবা আমাদের হেল্প লাইন নম্বরে কল করুনঃ 016140 444 01, 016140 444 02, 016140 444 03 আপনার Academic Documents নিয়ে সরাসরি যোগাযোগ করুন : HT GLOBAL Ltd, ৩৩,সিদ্ধেশ্বরী, (3rd Floor) শান্তিনগর মোড় (UCBL BANK এর পাশের বিল্ডিং), Land Phone: 02 9334959 Email: mahim@htglobal. org Web: htglobal.or g
Posted on: Thu, 01 Jan 2015 02:08:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015