আপনার - TopicsExpress



          

আপনার মোবাইলের OperaMini দ্বারা আপনার একাউন্ট হ্যাক হবেনাতো?? আপনি জানেন কি আপনার মোবাইল অপেরা মিনি হয়ত আপনার সর্বনাশ ঢেকে আনতে পারে?? ধরুন আপনি মোবাইলে অপেরা নেট থেকে।তার পর ফেসবুক চেক করলেন,টুইটার চেক করলেন,আপ্নার পেপাল-পেযা,মানি বুকার্স একাউন্টে লগিন করলেন কিন্তু এর পরের দিন যদি দেখেন আপনার সব একাউন্ট হ্যাক??!!! আমরা প্রায় যেখানে সেখানে অপেরা করে ফেলি।ফ্রি নেট ইউজ করার জন্য মডিফাই অপেরা ইউজ করি। এইসব সুযোগ এর সন্ধানে কিছু হ্যাকাররা বসে থাকে। এবং আপনি যখন আপনার পাসওয়ার্ড ইউজার নেম দেন সব কিছু তাদের হাতে চলে যেতে পারে। এবার চলুন যাই প্রতিকারে। প্রথমেই আপনি সব সময় জেনুইন সফটওয়্যার ওদের সাইট থেকে নামাবার ট্রাই করবেন। মোবাইল অপেরামিনি আপনি m.opera থেকে নামাতে পারবেন। এবার আসুন একটা ট্রিক্স দেখি…… অপেরামিনি ফেক না জেনুইন তা বোঝার সবচেয়ে সহজ উপায় হল প্রথমে আপনি আপনার অপেরা মিনির এড্রেসবারে যান এবং অইখানে শুদু “opera:config” লিখে ওকে তে প্রেস করুন। যদি কোন স্ক্রিপ্ট বা পেজ বা অপশন আসে তাইলে বোঝবেন এটা জেনুইন।আর যদি কিছু না দেখায় বা এরর দেখায় তাইলে তাড়াতাড়ি আপনি করে আপনার সব পাসওয়ার্ড চেঞ্জ করুন।
Posted on: Tue, 29 Oct 2013 05:27:24 +0000

© 2015