আপনার ফেইসবুক - TopicsExpress



          

আপনার ফেইসবুক একাউন্ট নিরাপদ করবেন কিভাবে? অনেক শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে? মোটেই না। আপনার ফেইসবুক একাউন্টের নিরাপত্তার স্বার্থে নিচের পদক্ষেপগুলো অনুসরন করুন। (ক) ১. Account Settings এ যান ২. সেখানে সবার বামের কলামে উপর থেকে দ্বিতীয় স্থানে দেখবেন "Security" অপশন রয়েছে। সেখানে ক্লিক করুন। ৩. সেখানে দেখবেন "Login Approvals" নামের একটি ফিচার আছে। এই ফিচারটি enable করুন। ৪. আপনার মোবাইল নাম্বার দিয়ে ফিচারটি এনাবল করুন। => এখন থেকে আপনার ফেইসবুক একাউন্টে লগইন করতে হলে ইমেইল/ পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনার মোবাইলে মেসেজ আসবে। মেসেজে একটি কোড থাকবে, সেটা দিয়ে লগইন করতে হবে। তবে আপনি চাইলে আপনা একান্ত নিজস্ব ডিভাইসগুলো কোড দিয়ে লগইন করার পর "Save this device" অপশনে ক্লিক করে Recognized device হিসেবে রাখতে পারবেন পরবর্তীতে এসব ডিভাইস থেকে লগইন করতে মোবাইলের কোড ব্যবহার করা লাগবে না। (খ) ১. Login Approvals ফিচারের এক ধাপ নিচে "Trusted Contacts" নামে আরেকটি ফিচার আছে। ২. আপনার বিশ্বস্ত ফেসবুক ফেন্ধুদের এ ফিচারের আওতায় এনে "Trusted Contacts" হিসেবে চিহ্নিত করতে পারেন। => পরবর্তীতে আপনার ফেইসবুকএকাউন্টে র কোন সমস্যা হলে এইসব একাউন্টের রেফারেন্স সহায়ক ভূমিকা পালন করবে। →লাইক এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। (অদৃশ্য মানব)
Posted on: Sun, 11 Aug 2013 05:36:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015