::: আপনার ফেসবুক একাউন্টে - TopicsExpress



          

::: আপনার ফেসবুক একাউন্টে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার উপায় ::: ক) ফেসবুকে অনেক অ্যাপ দেখবেন তারা নানান চমক লাগানো তথ্য দিয়ে অ্যাপ লিঙ্ক দেয় যেমন আপনার ভালবাসার মানুষটি কেমন হবে, আপনি ভবিষ্যতে কি করবেন ইত্যাদি। এ ধরনের লিঙ্ক গুলো ব্যবহার না করা ভাল। খ) আপনার ফেসবুকে লগইন থাকা অবস্থায় Account Settings> security>Secure Browsing অপশনটি এনাবল আছে কিনা দেখে নিন কারন ফেসবুকে এই অপশনটি এনাবল থাকলে অটোমেটিক আপনাকে কোন ম্যালওয়ার এর কারনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সমস্যার মধ্যে পড়লে আপনাকে আগেই মেসেজ আকারে সতর্ক করবে। →কাজেই এটি ডিজাবল থাকলে এনাবল করে রাখুন। গ) আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই মোবাইল ভেরিফিকেশন করে নিবেন। কারন ফেসবুক অটোমেটেড সফটওয়্যার দিয়ে মাঝে মাঝে কোন আইডি থেকে স্পার্মিং হচ্ছে কিনা চেক করে থাকে। যদি কোন আইডিকে সন্দেহ জনক মনে হয় সাথে সাথেই অটোমেটেড সফটওয়্যার থেকে মোবাইল ভেরিফিকেশন করার জন্য তাগাদা দেয়, যদি কেউ এটি করতে নাপারে এবং বারবার ভুল করে ফেসবুক আপনার আইডি চিরতরে বন্ধ করে দিতে পারে। ঘ) আপনি যদি অফিস সাইবার ক্যাফে বা অন্য কারো পিসিতে ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে লগইন করার সময় খেয়াল রাখবেন যেন ভুলেও পাসওয়ার্ডটি সেভ না করে ফেলেন। ঙ) আপনি যদি বেশী সিকিউরিটি হীনতায় ভুগেন তো Account Settings> security>Login Notification এবং device recognition অপশনটি একটিভ রাখতে পারেন এতে আইডিতে লগইন করতে গেলে আপনাকে সিকিউরিটি প্রশ্ন করবে আপনি তাঁর সঠিক জবাব দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন। এ ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনি সঠিক জবাব দিয়ে লগইন করবেন। এতে একটি সুবিধা অন্য কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড কোন ভাবে জানলেও লগইন করতে পারবে না। ভাল লাগলে আমাদের সাথে জয়েন করুন ::: আপনার ফেসবুক https://facebook/groups/ultimate.trick
Posted on: Sun, 28 Jul 2013 20:31:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015