আপনি হয়ত এখনো নিরপেক্ষ - TopicsExpress



          

আপনি হয়ত এখনো নিরপেক্ষ ভূমিকা নিয়ে বসে আছেন। জালিমের হাত থেকে বাঁচতে চান অথচ তার প্রতিবাদ করেন না। সারা বছর হায়েনা লীগ আর সরকারের বিরুদ্ধে জামাত শিবিরের লড়াই হয়ত আপনার কাছে একঘেয়ে হয়ে গেছে আজ ১৫ জন কাল ২০ জনের হত্যাকে হয়ত আপনি শুধুই রাজনৈতিক সহিংসতা ভেবে মসজিদের দিকে আগমণ করছেন...... নিজেকে শুধুই সাধারণ জণগণের খোলসে বন্দি করে বাঁচার চেষ্টায় আছেন তাই তো?? হে হে কোণ লাভ হবেনা। যেদিন আপনাকে আর টুপি পরে মসজিদে যেতে দিবেনা,ঘরে কুরআন রাখার অপরাধে ধরে নিয়ে যাবে(অলরেডি যাচ্ছেও),ঘর থেকে আপনার চোখের সামনে নিয়ে যাবে আপনার মা বোনকেও(আল্লাহ না করুক) সেদিন আপনি বুঝতে পারবেন জামাত শিবিরের এই ছেলেগুলো কেন রাস্তায় নেমেছিল,প্রাণ দিয়েছিল।আজকের বেহুদা প্রাণ দেওয়ার যৌক্তিক কারণ খুজে পাবেন সেদিন...আর ভাববেন সেদিন যদি আমিও প্রতিবাদ জানাতাম তাহলে আজ আমি এই জুলুমের স্বীকার হতাম না।রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করানোর ফল যেমণ হয় আর কি উৎসর্গঃনিরপেক্ষ জনগণ
Posted on: Wed, 27 Nov 2013 18:18:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015