আবুল দি গ্রেট এক মেয়েকে - TopicsExpress



          

আবুল দি গ্রেট এক মেয়েকে রিকয়েষ্ট পাঠাইছে ।মেয়েটা রিকয়েষ্ট গ্রহন করায় আবুল এখন ফুল মুডে ।আবুল চ্যাট শুরু করল । আবুল :Hello সুন্দরী । মেয়ের কোনো জবাব নাই । আবুল :Hey baby তুমি আমার সাথে চ্যাট করছো না কেনো ? মেয়ের এখনো জবাব নাই । আবুল :Baby তুমি কি বিজি ? No reply আবুল :কি রে শালী এতো দেমাগ কেন ? No reply আবুল :এত ভাব কেন তোর ?তোর মত কত মাইয়ারে বেল দেই না । No reply আবুল :তুই কি মনে করছত তোর লগে চ্যাট না কইরা আমি মইরা যামু । No reply আবুল :যা দূরে গিয়া মর তোরে এহনই Bloke দিতাছি । মেয়ে :আমি তোর মেডাম কালকে কলেজে আয় তোর চ্যাট ছুডাইতাছি । আবুল সঙ্গে সঙ্গে তার আইডির নাম Change কইরা দিল এইডা আবুলের বাপ।
Posted on: Thu, 07 Nov 2013 14:07:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015