আমি কখনো কাউকে বন্ধু - TopicsExpress



          

আমি কখনো কাউকে বন্ধু হিসাবে আপন করে নিতে পারি না,প্রকৃতি তা সহ্য করে না।সবার সাথেই কিছুদিনের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যায়। কখনো কথায়,কাজে কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু সবসময় তাই হয়।কি কারণে যে কষ্ট পাই আমি বোঝিও না। সবসময় মানুষের সাহাস্য করতে চেষ্টা করি,চাই সবার কাছে ভালো হতে কিন্তু কখনো পারি না। হ্যাঁ,ব্যাপারগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে।এখন তাই কোন কিছু তেমন একটা ভাবাই না আমাকে। জানি এমনটা হবেই।আমার কারণে কেউ কষ্ট পেলে আশা করি ক্ষমা করবেন।
Posted on: Tue, 15 Jul 2014 10:48:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015