"আমি মেসিকে ম্যাচের সময় - TopicsExpress



          

"আমি মেসিকে ম্যাচের সময় খুব কমই দিক নির্দেশনা দেই, তাকে অতিরিক্ত চাপে রাখার দরকার হয়্না, মাঠে মেসির নিজেকে মুক্ত ভাবা উচিত এবং তার যা ইচ্ছা সে তা করতে পারে, আমি তাকে বলে দিয়েছি তোমার যে পজিশনে খুশি খেলতে পার, কারন তুমি দলের ক্যাপটেইন মাঠ থেকে খেলা নিয়ন্ত্রনের দায়িত্ব তোমার, মেসি ও প্রয়োজনে খেয়াল খুশি মত তার পজিশন পাল্টায়, কখনো মাঝ মাঠে, কখনো, উইংয়ে, কখনো মেইন স্ট্রাইকার হিসেবে। মাঠে তার কি করা উচিত তা খুব সহজেই বুঝে নিতে পারে সে, মেসি প্রমান করেছে সেই আর্জেন্টিনার যোগ্য অধিনায়ক" - আলেসান্দ্রো সাবেলা, কোচ, আর্জেন্টিনা #AndresProsenjit
Posted on: Thu, 11 Jul 2013 13:09:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015