আমারে কয় শিয়া কেন, সুন্নি - TopicsExpress



          

আমারে কয় শিয়া কেন, সুন্নি কেন, মুসলিম না কেন? আরে মিয়া আপনারে কেডা কইসে শিয়া আর সুন্নি হইতে? মুসলিম ই হন আপনি, মানা করসে কেডা? আমিতো মানা করিনাই! আমি তো মুসলিম হইবার জন্যই শিয়া সুন্নি সবার গোপন যায়গায় হাত ঢুকাইতেছি! কুরান তো সবার কাছে ঐ এক খান ই আছে। হাদিস এর ও কারো কাছে অভাব নাই। সকলেই তো মুসলিম! মুসলিম খালি আমি হইতে পারলামনা! আগে তো মানুষ হই। মানুষ হওনের আশায় ই তো সকলের ধারে ধারে ঘুরি। মানুষ ই হইতে পারলামনা, তো মুসলিম হইলাম কেমনে? আবার মুসলিম হইতে ও তো ভয় করে আজকাল! যাকির নাইক ভদ্রলোক তো নিজেরে মুসলিম ই কইয়া বেড়ায়, আবার সেই মুসলিম সাহেব প্রাণপন ছেস্টা করিতেছেন ইয়াজিদ কুলাঙ্গার কে জান্নাতি বানানোর আর জান্নাতি সাজানোর লাইগা!!! মুসলিম হইয়া যদি ইয়াজিদ রে ই জান্নাতি বইলা মানিয়া লইয়া উহা ই প্রচার করিতে হইবে তাইলে দরকার ই বা কি সেইরকম মুসলিম হইবার!!! আপাদত মানুষ হইবার চেস্টায় আছি. আগে মানুষ চিন্না লই, তারপর তাগোরে দেইখা দেইখা নিজে মানুষ হই। তারপর না হয় মুসলিম হইলাম। মানুষ ই হইতে পারলামনা তো মুসলিম কেমনে হমু? মানুষ হইবার আগে যদি মুসলিম হইয়া যাই, তাইলে তো ঐ ইয়াজিদ কুলাঙ্গার এর লগেই জান্নাতে যাইতে হয়!!! ওর মতো কুলাঙ্গার এর লগে জান্নাতে যাওনের শখ যে আমার ১% ও নাইরে ভাই! তার চাইতে বরং জাহান্নামে ই গেলাম!!!
Posted on: Mon, 02 Sep 2013 20:49:20 +0000

Recently Viewed Topics




© 2015