আমার মতো Argentina পাগলাদের - TopicsExpress



          

আমার মতো Argentina পাগলাদের জন্য কিছু কথা - love you # Argentina ম্যাচ শেষে মেসি লকার রুমে। চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। জার্মান খেলোয়াড়রা স্বেচ্ছায় মেসির কাছে আসে, মেসির সাথে আলিংগন করে, মেসিকে সর্বোচ্চ সান্তনা দেয়। মেসি যখন তার ছেলের সাথে দেখা করে তখন সে কান্নায় ভেঙ্গে পড়ে। মেসির ব্যাপারে জার্মান প্লেইয়ারদের মন্তব্য। হামেলস - মেসি সবসময় বিশ্বসেরা। তার বিপক্ষে খেলতা পারাটা সম্মানের। আমার ইচ্ছা তার সাথে একই ক্লাবে খেলা । গোটজে - মেসি বর্তমানের সেরা এবং ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। বিশ্বকাপ না জেতা অবশ্যই তার জন্য দুঃখ জনক কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য মেসির বিশ্বকাপ লাগবেনা। বিশ্বকাপ জেতা হচ্ছে আমাদের মত খেলোয়াড়দের প্রমাণ করার জন্য। মুলার - আমি খুবই দুঃখিত মেসির জন্য। আসলে সেও প্রাপ্য বিশ্বকাপের জন্য। তবে আমার মতে মেসি সেরা ছিল এবং সবসমইয় সেরা থাকবে। মেসি আমার আদর্শ । খুব কাছে এসে হেরে যাওয়ার পর এর দূঃখ ভাষায় প্রকাশ করতে পারবনা। তবে জার্মান প্লেয়ার রা দেখিয়ে দিল তাদের যে একটি ক্লাস আছে। আসলে ফাইনালে হেরে যাওয়ার পর এরকম সম্মান আর কেউ দেয় নায়। জার্মানদের কাছে পর পর ৩ বিশ্বকাপে হারলাম কিন্তু আমার তাদের উপর কোনো রাগ নেই, তারা যে মানসিকভাবে কত ভালো তা প্রমাণ করে দিল। অন্যদিকে এক ম্যাচে হেরে যাও্য়ার পর অনেক ব্রাজিল ফ্যানরা তাদের চৌদ্দ গুষ্টি পর্যন্ত উদ্ধার করছে। যাই হৌক পরিশেষে বলতে চাই। আমরা একটি খেলোয়াড় এর উপর নির্ভর করা দল নিয়ে এসেছি। আগামী বিশ্বকাপে আসব একটি পরিপূর্ণ দল নিয়ে। ইতালী যদি ৪৪ বছর পর ৩য় বিশ্বকাপ নিতে পারে আমরা ৩২ বছর অপেক্ষা করতে কোনো সমস্যা নাই, দরকার হলে ৬৪ বছর অপেক্ষা করব। আমি না থাকলে আমার বংশধর অপেক্ষা করবে। তবুও সারাজীবন আর্জেন্টিনা ফুটবলের সাথে থাকব। দেখা হবে ২০১৮ রাশিয়াতে। (Collected)
Posted on: Tue, 15 Jul 2014 04:49:05 +0000

Trending Topics



/div> y" style="min-height:30px;">
Few last words for this coming convocation. ... Convocation, an

Recently Viewed Topics




© 2015