আমার মনে হয় একুশ শতকে এসে - TopicsExpress



          

আমার মনে হয় একুশ শতকে এসে ইহুদীদের সবচেয়ে বড় ধোকাবাজি হচ্ছে কথিত বিজ্ঞানী স্টিফেন হকিং। একটা মানসিক ও শারীরিক প্রতিবন্ধীকে চেয়ারের মধ্যে বসিয়ে তার মস্তিষ্ক ভাবনা কম্পিউটার ভয়েসের মাধমে বের করা গাজাখুরি ছাড়া অন্যকিছু নয়। (মস্তিষ্কের ভাবনা রিড করার মত আদৌ কোন প্রযুক্তি কি আছে ??) এটা ইহুদীদের একটা জাতিগত পরগাছা স্বভাব। তারা নিজেরা সরাসরি কোন কাজ করে না, কারো উপর ভর করে কাজ করে। এরপর সেই চরিত্রটিকে মিডিয়ার মাধ্যমে উপরে তোলে। মালালা, হকিং সে ধরনেরই চরিত্র। এটা ঠিক, হকিং এর পেছনে বিজ্ঞান মনষ্ক একটা টিম কাজ করে, ঠিক যেভাবে পাপেট শো হয় ঠিক সেভাবে। তারাই আড়ালে থেকে হকিং-এর পিসিতে লেখা দিচ্ছে, ভয়েস দিচ্ছে। কিন্তু প্রকাশ করা হচ্ছে বিকলাঙ্গ লোকটির নাম দিয়ে। সত্যিই কথা বলতে, একটা সুস্থ বিজ্ঞানী কথা বললে সবাই যেভাবে গ্রহণ করতো, ‘হকিং কোন কথা চিন্তা করছে সেটা বিশেষ প্রযুক্তি দ্বারা ক্যাচ হয়ে কম্পিউটার ভয়েস হয়ে আসছে’ এমন গল্প বললে সবাই আরো বেশি বিশ্বাস করবে এবং অধিক প্রচার প্রসার হবে। হকিং-এর দ্বারা ইহুদীদের অনেক স্বার্থ থাকতে পারে, তবে আমার মনে হয় হকিং এর মাধ্যমে বিজ্ঞানমনস্কদের মধ্যে নাস্তিকতার প্রচার প্রসারই মূল কাজ। কারণ ইহুদীরা খুব হিংসাপ্রবণ, তারা চায় অন্যধর্মগুলো নষ্ট হোক, এজন্য তারা নাস্তিকতা বিস্তারে কাজ করে। স্টিফেন হকিং তাদেরই একটা বিকলাঙ্গ পুতুল মাত্র। ** ‘স্টিফেন হকিং একটা ফেইক চরিত্র’ এ সম্পর্কে অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন। প্রয়োজনে এটা শুনতে পারেন: https:// youtube/watch?v=dD2E5MeOBZ8
Posted on: Fri, 21 Nov 2014 20:54:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015