আমার মনে হয় ছাত্র হওয়াটা - TopicsExpress



          

আমার মনে হয় ছাত্র হওয়াটা খুব একটা ভুল । আজ সকালে প্রাইভেট ছিল ৭.০০ টায় । তাই ৬.৪০ এ ঘর থেকে বের হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলাম, মাঝামাঝি জায়গায় আসার পর একটা পুলিশ ভ্যেন আমাকে অতিক্রম করে একটু সামনে গিয়ে দাড়ালো । আমি আমার গতিতে হাটছি । ৩ জন পুলিশ গাড়ি থেকে নেমে আমার কাছে আসল । বলল থামার জন্য । আমি দাড়ালাম । বললাম - কি হায়েছে ? - চুপ করে দাড়া । কোন কথা বলবি না । - (আমি চুপ ) - তুই কি শিবির করস ? - না । কেন ? - বলছি না চুপ । - (দাঁড়িয়ে রইলাম) - এত্তো সকালে কই যাস ? - প্রাইভেটে । - কিসের প্রাইভেট? - Physics . - কিসে পড়িস ? - ইন্টার ফার্স্ট ইয়ার । - দেখি ব্যাগ খোল ? - (আমি ব্যাগের চেইন খুলে বই খাতা দেখালাম) - ও ঠিক আছে বুজলাম । কিন্তু তোকে তো দেখে শিবির মনে হয় । - জানিনা আমি । হতে পারে । আপনাদের আর কিছি জিজ্ঞেস করার আছে ? - ক্যান কি হয়েছে ? - আমার প্রাইভেটের লেট হচ্ছে । - ও আচ্ছা যা । তবে এত্তো সকালে যেন তোকে আর না দেখি নইলে পরের বার ডাইরেক্ট জেলে যাবি । বুঝচস ? - (আমি হাটতে লাগলাম । আর মনে মনে এইটাই ভাবছিলাম যদি রাজনীতি না করেই এত্তো হেয় হতে হয় তবে তা করাই ভাল) তবে এই ঘটনা টার পর পুলিশের প্রতি ঘৃনা আরো তিব্র হল ।
Posted on: Thu, 22 Jan 2015 06:26:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015