আমি সেই মেয়ে প্রজাতিরই - TopicsExpress



          

আমি সেই মেয়ে প্রজাতিরই একজন। আপনারা পুরুষরা যাদের জন্য অনেক করেছেন । কখনো সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে নিজের ইচ্ছেমত ফুটিয়ে তুলেছেন, বানিয়েছেন হাজার তরুনের আকাঙ্খার বিষয়। কখনো শহর গঞ্জের কানা গলিতে ঠোঁটে রঙ মাখিয়ে কুপি হাতে দাঁড়াতে বাধ্য করেছেন। হ্যা আমি তাদেরই একজন। কখনো যাদের নিয়ে আপনারা মগ্ন হতে চান মাঝ বুড়িগঙ্গায়, বলধা গাডেনের সেই গাছটার আড়ালে, সিনেমা হলের নীল অন্ধকারে অথবা কোন হোটেলের ধবধবে সাদা চাদর ওয়ালা বিছানায়। সবশেষে, ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যান শহরের আলো ঝলমলে পথে । আর কনে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকে একটি মেয়ে। যার স্বপ্রজাতি আমি ।
Posted on: Tue, 03 Dec 2013 15:00:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015