আমরা অধিকাংশ লোক - TopicsExpress



          

আমরা অধিকাংশ লোক রোজার নামে হিন্দুদের মত উপবাস পালন করি! হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, "(রোযা রেখে) কেউ যদি মিথ্যা কথা বলা ও তদনুরুপ কাজ পরিত্যাগ না করে, তবে তার শুধু পানাহার ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।" তিনি আরো বলেন, "তোমাদের কেউ রোযা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া-বিবাধে লিপ্ত হবে না। কেউ তার সাথে গালমন্দ বা ঝগড়া করলে শুধু বলবে, আমি রোযাদার!" (বোখারী, ৩য় খন্ড, অধ্যায় ১, ১৭৬৯ ও ১৭৭০) হাদিসটি পর্যালোচনা করে দেখা যায় আমরা প্রায় লোক রোযার নাম উপবাস পালন করছি। আল্লাহ আমাদের এই সব কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন।- আমিন। #Sahed
Posted on: Wed, 31 Jul 2013 13:44:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015