আমরা অনেক সময় ফেসবুকে বা - TopicsExpress



          

আমরা অনেক সময় ফেসবুকে বা টুইটারে অনেকগুলো একাউন্ট খুলতে চাই । কিন্তু প্রতিটা একাউন্ট খুলতে একটা সিম বা ই মেইল একাউন্ট প্রয়োজন পড়ে ।কিন্তুএখন থেকে আর অতশত ঝামেলা না করে একটা ই-মেইল একাউন্ট দিয়েই আপনি অনেকগুলো ফেসবুক বা টুইটারে একাউন্ট খুলতে পারবেন । এজন্য আপনারলাগবে একটি gmail একাউন্ট । একাধিক একাউন্ট থুলতে আপনাকে যা করতে হবে তা হচ্ছেঃ প্র এ গিয়ে আপনার ই মেইলেরজায়গায় আপনার ই মেইলের মূল অংশের সাথে + লিখে যেকোন কিছু একটা লিখে @ gmail লিখবেন । ধরাযাক আপনার ইমেইল একাউন্ট হচ্ছে aaa@ gmail আপনি সাইন আপের সময় লিখবেন aaa+adad@ gmail এখানে আপনি adad এর জায়গায় যেকোন কিছু লিখতে পারেন ,তা হতে পারে a বা m বা bangladesh বা fb যেকোন কিছু । এভাবেইমেইল দিয়ে আপনি যদি সাইন আপ করেন তবে আপনার confirmation codeসহসব নোটিফিকেশন আপনার মূল একাউন্টেই চলে যাবে । এভাবে আপনি ফেসবুক , টুইটার সহ যে কোন যায়গায় যেকোন ক্ষেত্রে অসংখ্য একাউন্ট খুলতে পারবেন । আশা করি সবার কাজে লাগবে| সাথে থাকার জন্য ধন্যবাদ | আর লাইক দিতে ভুলবেন না | আল্লাহ হাফেজ | ~পুষ্টঃশিপন~
Posted on: Tue, 30 Jul 2013 06:35:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015